Live Cricket ( JEWEL TV)

রবিবার, ২৪ অক্টোবর, ২০১০

Windows Server 2003 তে DNS Server ইনস্টলেশন ও কনফিগারেশন

আমরা Windows Server 2003 ব্যবহার করে ডি এন এস কনফিগার করব আর নিচের সার্ভার নেম, আই পি ও ডোমেইন উদাহারন হিসেবে ব্যবহার করব।
Server Name: w2k3
IP: 192.168.1.1
Domain: itgenius.com

১. Start-Settings-Control Panel থেকে Add/Remove Programs ওপেন করুন। বাম পাশের বক্স থেকে Add/Remove Windows Components এ ক্লিক করুন। Windows Components Wizard ওপেন হবে। স্ক্রল করে Networking Services এ ক্লিক করে হাইলাইট করুন। Details… বাটনে ক্লিক করে Networking Services উইন্ডো ওপেন করুন। Domain Name System (DNS) এ টিক মার্ক দিন। OK বাটন প্রেস করুন। Next বাটনে প্রেস করার পর ডি এন এস সার্ভার ইনস্টলেশন শুরু হবে এবং আপনাকে Windows Server 2003 এর সিডি সিডিরমে দিতে বলবে। সিডি দেওয়ার পর ইনস্টলেশন প্রক্রিয়া শেষ হবে। Finish বাটন প্রেস করুন।

২. Start-Settings-Control Panel-Administrative Tools-DNS রান করুন। DNS উইন্ডো ওপেন হবে। Server এ রাইট মাউস ক্লিক করে Configure a DNS Server… সিলেক্ট করুন। Next এ ক্লিক দিন।

৩. Create forward and reverse lookup zones সিলেক্ট করে Next এ ক্লিক দিন।

৪. Yes, create a forward lookup zone now সিলেক্ট করে Next এ ক্লিক দিন।

৫. Primary zone সিলেক্ট করে ২ বার Next এ ক্লিক দিন।

৬. Zone Name: এ লিখুন itgenius.com। ২ বার Next এ ক্লিক দিন।

৭. Yes, create a reverse lookup zone now সিলেক্ট করে এ ক্লিক দিন।

৮. Primary zone সিলেক্ট করে ২ বার Next এ ক্লিক দিন।

৯. Network ID: তে লিখুন 192.168.1। ৩ বার Next দিন।

১০. Finish দিন।

১১. itgenius.com এ রাইট মাউস ক্লিক করে New Host… ক্লিক করুন। New Host উইন্ডো ওপেন হবে। Name এ দিন W2K3, IP address: এ দিন 192.168.1.1 । Create associated pointer (PTR) record এ টিকমার্ক দিন। Add Host ক্লিক করুন। New Host উইন্ডো বন্ধ করুন।

১২. Start of Authority তে রাইট মাউস ক্লিক করে Properties সিলেক্ট করুন। itgenius.com Properties উইন্ডো ওপেন হবে। Start of Authority (SOA) ট্যাবে ক্লিক করে Primary Server: এ লিখুন w2k3.itgenius.com এবং Responsible Person: এ admin.itgenius.com. লিখুন। Apply দিন। Name Servers ট্যাবে ক্লিক করে Add… এ ক্লিক করুন। Server Name: এ লিখুন w2k3.itgenius.com এবং IP address: এ 192.168.1.1 লিখে Add ক্লিক করে OK দিন। Apply দিন। Zone Transfer ট্যাবে ক্লিক করে Allow zone transfers: এ টিকমার্ক দিন। Only to servers listed on the name servers tab সিলেক্ট করে Apply দিন।

১৩. itgenius.com এ রাইট মাউস ক্লিক করে Update Server Data File এ ক্লিক করুন। আপডেট করার পর আবার itgenius.com এ রাইট মাউস ক্লিক করে Reload দিন। OK দিন।

১৪. আপনার ডি এন এস সার্ভার রেডি। ঠিকমত কাজ করছে কিনা চেক করার জন্য Start-Run এ cmd লিখে OK দিন। কমান্ড প্রম্পট ওপেন হবে। নিচের কমান্ডগুলো লিখুন
nslookup
itgenius.com

সব কিছু ঠিক থাকলে নিচের ফলাফল দেখতে পাবেন
Server: w2k3.itgenius.com
Address: 192.168.1.1

Name: itgenius.com
Address: 192.168.1.1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন