Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০১০

Active Directory এর ডোমেইনের অধীনে পিসিগুলোকে রিমোট শাটডাউন করুন

আপনি যদি কোন নেটওয়ার্কের এডমিনিস্ট্রেটর হন এবং আপনার নেটওয়ার্কের সার্ভারে যদি Active Directory ইনস্টল করা থাকে, তাহলে Active Directory এর ডোমেইনের অধীনে যতগুলো পিসি থাকবে সবগুলোকে আপনি Active Directory সার্ভার থেকে রিমোটলি শাটডাউন করতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে:

১. Start Menu -> Run এ গিয়ে টাইপ করুন shutdown -i এন্টার দিন।
২. Remote Shutdown Dialog থেকে Browse বাটনে ক্লিক করে যে কোন একটা পিসি সিলেক্ট করুন।
৩. তারপর যা করতে চান তা সিলেক্ট করুন (যেমন - Shutdown, Restart, Logoff )

৪. সময় নির্ধারণ করুন। অর্থাৎ কত সেকেন্ড পর উপরের সিলেক্ট করা কাজটা হবে।
৫. Comment এ কিছু লিখুন।
৬. OK দিন।

ব্যাস আপনার নির্বাচিত কম্পিউটারের স্ক্রীনে System Shutdown একটা মেসেজ আসবে এবং আপনার নির্ধারন করে দেওয়া সময় থেকে কাউন্ট-ডাউন শুরু হবে। Message বক্সে আপনার লেখা কমেন্ট দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন