Live Cricket ( JEWEL TV)

সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

ইউটিউবের কিছু টিপস (ইউটিউব ব্যবহারকারীদের কাজে লাগতে পারে)

ছবি
ভিডিও আপলোড এবং শেয়ারিং এর জন্য ইউটিউব বিশ্বব্যাপী জনপ্রিয়। কিন্তু এই সাইট থেকে সরাসরি ডাউনলোড করার কোন সুবিধা নেই। অবশ্য আইডিএম কিংবা রিয়েল প্লেয়ার প্লাস ১০ এর উপরের ভার্সনগুলো দিয়ে সহজে ডাউনলোড করা যায়।
যেমন :
http://www.youtube.com/watch?v=9kCinKpY2MM
এই ভিডিওটি যদি ডাউনলোড করতে চান তবে ভিডিও এর উপর রাইট ক্লিক করে Download FLV Video with IDM > Download Last requested FLV video ক্লিক করে সহজে ভিডিও টির FLV ফরমেট ডাউনলোড করে নিতে পারেন।
ছবি
কিন্তু সমস্যা হয় অন্যসময়। ধরুন আপনি আপনার বন্ধুর বাসায় যদি ইউটিউব ব্যবহার করেন আর যদি তার পিসিতে IDM / Real Player 11 না থাকে তখন। সেইসময় কি করবেন তা নিচের কোন একটা পথ বেছে নিতে পারেন…..
# FLV ফাইল ডাউনলোড করতে: আপনার ভিডিও লিংকটি যদি
http://www.youtube.com/watch?v=9kCinKpY2MM
হয় তবে আপনার ব্রাউজার এড্রেসবারে লিখুন
http://www.voobys.com/watch?v=9kCinKpY2MM

তাহলে পেয়ে যাবেন আপনার আপনার কাঙ্খিত ভিডিওটির ডাউনলোড লিংক।
ছবি
এরকম আরও অনেক আছে। যেমন: voobys এর স্থানে okyoutube লিখলেও কাজ হবে। তাহলে ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে
http://www.okyoutube.com/watch?v=9kCinKpY2MM

আবার okyoutube এর স্থানে kissyoutube ও লিখতে পারেন।
এছাড়া কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনার ইউটিউব লিংকটা কপি-পেস্ট করে দিলে ডাউনলোড লিংক পেয়ে যাবেন। সেরকম কিছু সাইট হল :
http://keepvid.com/

http://www.videodl.org/

http://www.downloadyoutubevideos.com/

http://www.techcrunch.com/get-youtube-movie/
(এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড শেষে ফাইলের নামের সাথে .flv যুক্ত করবেন )
ছবি
# FLV ছাড়া অন্য ফরম্যাটে ডাউনলোড করতে: ধরুন আপনার FLV ফাইল পছন্দ নয় কারণ এগুলো চালাতে আলাদা FLV প্লেয়ার কিংবা কোডেক দরকার হয়। সেক্ষেত্র আপনি
http://youtubeloader.com/
ব্যবহার করতে পারেন। এখানে আপনি FLV ছাড়াও mp4, 3gp ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করতে পারবেন।
ছবি
হাই রেজ্যুলুশন ভিডিও দেখা : ইউটিউবের ভিডিও সাধারণত 320×240 Mono হয়ে থাকে । রেজ্যুলেশন বাড়ানোর জন্য লিংকের সাথে &fmt= যোগ করুন । যেমন :
http://www.youtube.com/watch?v=9kCinKpY2MM
ভিডিওটির দেখতে চাইলে নতুন লিংক হবে
http://www.youtube.com/watch?v=9kCinKpY2MM&fmt=22

এখানে উল্লেখ্য যে &fmt= এর পরের সংখ্যাটি আপনার ইচ্ছামত বসাতে পারবেন। আমি কয়েকটা বলে দিচ্ছি….
ক. &fmt=6 হল 448×336, Flash 7 video-900Kbps; audio – 44.1KHz 96Kbps Mono CBR এর জন্য।
খ. &fmt=18 হল 480×360, H.264 video – 512Kbps; audio – 44.1KHz 128Kbps Stereo এর জন্য।
গ. &fmt=22 হল সর্বোচ্চ 1280×720 (720p), H.264 video – 1024Kbps; audio – 44.1KHz 232Kbps Stereo এর জন্য।
ঘ. এছাড়া আরও অধিক রেজ্যুলেশনের জন্য &fmt=24 দিয়ে দেখতে পারেন ।
ভিডিও ছাড়া অডিও ডাউনলোড করতে : অনেক সময় দেখা যায় আপনি ইউটিউবে একটা মিউজিক ভিডিও পেলেন যেটার অডিওটা আপনার দরকার। কিংবা আপনি ফোরাম/ব্লগে একটা অডিও গান চেয়ে অনুরোধ করলেন। অনেকে দেখবেন অডিও না পেয়ে ইউটিউব ভিডিও এর লিংক দিয়ে দিয়েছে। এক্ষেত্রে ভিডিওটি ডাউনলোড করে আবার অডিও কনভার্ট করা বেশ ঝামেলার কাজ। কিন্তু কোন ঝামেলা ছাড়াই ইউটিউব ভিডিও থেকে অডিও ডাউনলোডের সুবিধাটি আপনারকে দিবে
http://www.vidtomp3.com/
। এখানে আপনার ইউটিউব ভিডিও এর লিংকটা দিলেই পেয়ে যাবেন অডিও ফাইল ডাউনলোডের লিংক।
ছবি
ভিডিওর নির্দিষ্ট অংশ দেখাঃ ধরুন আপনার পুরো ভিডিওটি দেখার দরকার নেই। আপনি ১ মিনিট ১০ সেকেন্ড পর থেকে দেখতে চান। সেক্ষেত্রে url এর শেষে #t=01m10s (#t=XXmYYs for XX mins and YY seconds) যোগ করুন আর ফলাফল দেখুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন