Live Cricket ( JEWEL TV)

রবিবার, ২৪ অক্টোবর, ২০১০

ইন্টারনেটে এক্সেস করতে গেলে পাবলিক বা রিয়েল আইপির প্রয়োজন হয়। কিন্তু একটা কোম্পানীর সবাইকে রিয়েল আইপি দেওয়া অনেক ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে অসম্ভব। এক বা একাধিক রিয়েল আইপি ব্যবহার করে অসংখ্য ব্যবহারকারীকে ইন্টারনেটে এক্সেস দেওয়ার জন্য একটা পদ্ধতির নাম হল Network Address Translation বা সংক্ষেপে NAT। উইন্ডোজ সার্ভার ২০০৩ তে খুব সহজেই NAT কনফিগার করা যায়।
ধরে নিচ্ছি, আমাদের সার্ভারের নাম ও আইপি এড্রেস নিম্নরুপ:

Server Name    :jewel
IP Address    : 192.168.1.1

এবং আমরা এই সার্ভারকে NAT সার্ভার করব। তাহলে দেখুন Windows Server 2003 তে কিভাবে NAT সার্ভার কনফিগার করা যায়।

১. Start ->Programs ->Administrative Tools -> Routing and Remote Access এ ক্লিক করুন।

২. w2k3 (local) এ রাইট ক্লিক করে Configure and Enable Routing and Remote Access এ ক্লিক করুন।

৩. Next দিয়ে Network address translation (NAT) সিলেক্ট করুন। Next দিন।

৪. এই ধাপে আপনাকে ইন্টারনেট কানেকশন সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি, আমরা ডেডিকেটেড ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করি। ডেডিকেটেড ব্রডব্যান্ড কানেকশন এর ক্ষেত্রে সার্ভারে দুটো NIC থাকবে। যে NIC তে ISP থেকে পাওয়া আই পি দেওয়া হয়েছে সেটি Use this public interface to connect to the Internet এর নিচ থেকে সিলেক্ট করে Next দিন।

৫. I will set up name and address services later সিলেক্ট করে Next দিন (DNS কনফিগার করা থাকলে এটা আসবে না) ।

৬. Finish দিন।

৭. NAT কনফিগার হয়ে গেল।



Default Static Route কনফিগার করা:

১. w2k3 (local) -> IP Routing -> Static Routes এ রাইট মাউস ক্লিক করে New Static Route এ ক্লিক করুন।

২. Interface: এ যে NIC তে ISP থেকে পাওয়া আই পি দেওয়া হয়েছে সেটি সিলেক্ট করুন।

৩. Destination: 0.0.0.0 এবং Network mask: 0.0.0.0 দিন।

৪. Gateway: তে যে NIC তে ISP থেকে পাওয়া আই পি দেওয়া হয়েছে সেখানে গেটওয়ে যা আছে তা দিন।

৫. Metric: 1 থাকবে। OK দিন।

এখন আপনার লোকাল ল্যানের যেকোন পিসিতে গেটওয়ে 192.168.1.1 দিলেই ওই পিসি থেকে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন