Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

মেগা পোষ্ট: ফ্রি নিজের একটি পরিপূর্ণ ওয়েব সাইট বানান, এক্ষুণি !!!

অনেকেই আছেন যারা ওয়েবের নানা বিষয় নিয়ে শিক্ষানবীশ আছেন। স্বাভাবিকভাবেই জ্ঞান অর্জনের একটা পর্যায়ে আপনি চাইবেন একটি নিজস্ব ওয়েবসাইট খুলতে। আমার এই পোষ্টটি তাদের জন্য সহায়ক হবে।ওয়েব ডেভেলপের কিছু বেসিক বিষয় শেখা হলে আপনি একটা সাইট পরীক্ষামূলকভাবে তৈরীর উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোডিং করে নতুন সাইট খুলতে হবে না। বর্তমানে ওয়েব ডেভেলপিং এর শক্তিধর কিছু টুলসের কারণে এটি অত্যন্ত সহজ একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে যেমন, জুমলা, ওয়ার্ডপ্রেস ইত্যাদি।

চলুন দেখি কিভাবে একটি ওয়েব সাইট বানানোর প্রক্রিয়া শুরু করতে হয়- http://www.co.cc
নিচের চিত্রের দিকে লক্ষ্য করুন। আমি বক্সে একটি নাম লিখেছি, এভাবে আপনি আপনার পছন্দানুযায়ী একটি নাম লিখুন এই বক্সে এবং “Check Availability” তে ক্লিক করুন।
দেখা যাচ্ছে যে আমার নামটি “Available”। আমি চাইলে আমার নামটি /আমার নামের ডোমেইনটি রেজিষ্ট্রেশন করতে পারি। তো আর কি, “Continue to registration” এ ক্লিক করুন।
আমাদের যেহেতু এ্যাকাউন্ট তৈরী করা নেই, আমরা এখন ক্রিয়েট এ্যাকাউন্টে ক্লিক করে এ্যাকাউন্ট তৈরী করে নিব।
তারপর এ্যাকাউন্ট  তৈরীর জন্য একটা ফরম আসবে নিম্নের চিত্রের মত। সঠিক তথ্যসমূহ দিয়ে এ্যাকাউন্ট তৈরী করুন।
সঠিক তথ্য দিয়ে ক্রিয়েট এ্যাকাউন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিম্নের মত একটি পৃষ্ঠায় নিয়ে আসবে যেখানে আপনার ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে (যে ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এ্যাকাউন্টটি একটু আগে তৈরী করলেন)-
লগইন করার পর নিম্নের চিত্রের মত একটি পৃষ্ঠায় আপনাকে নিয়ে যাওয়া হবে-
সেটআপে ক্লিক করলে আপনাকে নিম্নোক্ত পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে-
এবার অপেক্ষা করুন হোষ্টিং এর কাজ সম্পন্ন করার জন্য-

যেভাবে হোষ্টিং এর কাজ করতে হবে

প্রথমে এই লিংকে যান- http://www.freehostia.com এবং নিচের চিত্র লক্ষ্য করুন-

সাইন আপ এ ক্লিক করলে রেজিষ্ট্রেশনের জন্য নিম্নোক্ত ফরম আসবে। সেখানে সঠিক তথ্য দিয়ে ফরম পূরন করুন এবং -

“User my existing domain” এ ক্লিক করে আপনার ডোমেইনটি দিন যা কিনা কিছুক্ষণ আগে আমরা রেজিষ্ট্রেশন করলাম কো.সিসি থেকে। তারপর উপরের চিত্র লক্ষ্য করে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন এবং “কন্টিনিউ”-

বিজ্ঞাপন বন্ধ করে আগান-

এবার ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর আপনার ই-মেইল চেক করে দেখুন ফ্রিহোষ্টিয়া থেকে একটা মেইল গিয়েছে আপনার ই-মেইল এ্যাড্রেসে। সেখানে ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড দেয়া আছে। আপনার ই-মেইলে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হয়েছে যেটা হল ডিএনএস। ঠিক এভাবে পাঠানো হয়েছে-
dns1.freehostia.com
dns2.freehostia.com
co.cc এর পৃষ্ঠায় যান এবং  নিম্নের চিত্রের মত ক্লিক করুন  ঠিক যে অবস্থায় আপনাকে আমি অপেক্ষা করতে বলেছিলাম-

এখন নিম্নের চিত্রের মত একটি পৃষ্ঠা আসবে-
চিত্র দেখে দেখে সঠিকভাবে ডিএনএস এর নাম বসিয়ে সেটআপ করে নিন। ব্যাস, কো.সিসি এর কাজ সমাপ্ত হলো। আপনি প্রায় শেষের পথে-
তারপর, কন্ট্রোল প্যানেলে প্রবেশ করুন-
আশা করি আপনার কাজ হয়ে গেছে।
এই পদ্ধতিতে কিন্তু আপনি শুধু কো.সিসি এর ডোমেইন না, যেকোন ডোমেইন ফ্রিহোষ্টিয়াতে হোষ্ট করতে পারবেন।
যাক, পরীক্ষামূলক সাইট তৈরীর ক্ষেত্রে আপনি প্রথমে ইন্টারনেট সার্চ করে পছন্দ অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন। এগুলো থেকে যেকোনটি আপনি ড্রিমওয়েভার বা অন্য কোন ওয়েবসাইট সম্পাদনা করার সফটওয়্যার দিয়ে নিজের মতো তথ্য সাজাতে পারেন। সাধারণ এইচটিএমএল এর কিছু বিষয় জানা থাকলে এই কাজগুলো সহজেই করতে পারবেন তাছাড়া ওয়েবসাইট তৈরীর বিভিন্ন টিউটোরিয়াল গুগলে সার্চ করলেই পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন