Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

আসুন ৩ দিনে এইচটিএমএল শিখি

বর্তমানকালের এই ইন্টারনেটের যুগে ওয়েব পেজ ডেভেলপমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা না রাখলে প্রযুক্তির পথে পা বাড়ানো একধরণের বোকামী। আপনি যতই বাস্তববাদী হন না কেন সর্বক্ষণই আপনাকে থাকতে হবে প্রযুক্তি সম্পর্কিত কোন না কোন বিষয়ের সাথে সেই সাথে নিত্য প্রয়োজনীয় ইন্টারনেট তো আছেই। আর ইন্টারনেট নিয়ে মাতামাতি করতে গেলে আপনি প্রতিনিতই বিভিন্ন ক্ষেত্রে আটকে যেতে পারেন বা কোন ব্যবস্থার পরিপূর্ণ ব্যবহার অথবা আপনার কাজে স্বকীয়তা আনতে পারবেন না।

তাই আপনার জ্ঞান পিপাসা মেটাতে বা নিতান্ত প্রয়োজনের খাতিরে হলেও ওয়েব পেজ ডেভেলপমেন্ট সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হবে। কিন্তু ভাবছেন এই ব্যস্ততার মাঝে এসব কিভাবে শিখবেন? একটু সহজভাবে নিন বিষয়টি খুব সোজা এবং এর জন্য প্রয়োজন সামান্য সময়ের এতে শিখে যেতে পারেন ওয়েব ল্যাংগুয়েজের প্রাথমিক লেসন, যা হল এইচটিএমএল। যদিও বর্তমান কালের উন্নত স্ক্রিপ্টিং এর কারণে আপনার মনে হতে পারে এইচটিএমএল শিখব কেন? তাহলে শুনুন, কোন ডেভেলপারই বলতে পারবে না যে সে তার কাজে ০% এইচটিএমএল ব্যবহার করেছে বা সে এইচটিএমএল জানে না। যুগ যতই এগিয়ে যাক সৃষ্টির সূচনা কখনো হারিয়ে যাবে না, এর প্রয়োজন থাকবেই। তাহলে আর দেরী না করে শিখুন এইচটিএমএল। অন্তত বন্ধুদের সাথে তো বলতে পারবেন ‘আমি একটি ওয়েব ল্যাংগুয়েজ জানি’। আপনার এ যাত্রায় আমি সাহায্য করছি ছোট্ট একটি ই-বুক দিয়ে যাতে আপনি অন্তত ৩ দিনে শিখে যেতে পারবেন এইচটিএমএল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন