উচ্চমান সম্পন্ন মোবাইল ফোন তৈরিতে মটোরোলা এক বিখ্যাত নাম। মটোরোলার V3 ও V3i মোবাইল সম্ভবত মোবাইল জগতের একসময়ের সবচাইতে জনপ্রিয় ফোন। বিশাল সাইজ আর বিদঘুটে মোবাইলের ভিড়ে স্লিম ও স্টাইলিশ মোবাইলের ধারনা সর্বপ্রথম মটোরোলাই দেয়।
সেই মটোরোলা বাজারে নিয়ে এসেছে এক নতুন চমক! নতুন Motorola Atrix হল তাদের লেটেস্ট মাল্টি টাচস্ক্রিন স্মার্টফোন যাতে তারা যুক্ত করেছে Dual-core 1GHz ARM Cortex-A9 প্রসেসর, ULP GeForce গ্রাফিক্স প্রসেসর, Tegra 2 chipset মাদারবোর্ড ও ১ গিগাবাইট র্যাম !
এর অসাধারনত্বের সর্বোৎকৃষ্ট উদাহরন হল এতে আছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রিডার যা আপনার ফোনটিকে দেবে নিশ্ছিদ্র নিরাপত্তা।
জেনারেল স্পেসিফিকেশন্সঃ
- ১৬ গিগাবাইটের বিল্ট ইন হার্ড ডিস্ক আর অতিরিক্ত ৩২ গিগা মেমোরি লাগানোর ব্যবস্থা !
- রয়েছে 5 MP, 2592х1944 pixels ক্যামেরা, autofocus, LED flash সহ !
- ভিডিও কোয়ালিটি শুনলে আপনার মাথা ঘুরে যাবে, 720p HD ভিডিও, ফ্রেম রেট 30fps, 1080p (ভবিষ্যতে, ফার্মওয়্যার আপগ্রেডের মাধ্যমে) যা যেকোন ভাল মানের ভিডিও ক্যামের সমান !
- এটি 1080p MP4/H.263/H.264.WMV/Xvid/DivX @ 30 fps ভিডিও প্লে-ব্যাক করতে পারে !
- আছে এজ, ৩জি, ১৪.৪এম.বি.পি.এস, ওয়াইফাই 802.11 a/b/g/n, DLNA ।
- জিপিএস, ম্যাপস ।
- এনড্রয়েড ২.২ ফ্রয়ো অপারেটিং সিস্টেমে চলা এই অসাধারন সেলফোনটিতে Google Search, Maps, Gmail, YouTube, Google Talk, Facebook, Twitter, MySpace আগে থেকে ইনটিগ্রেড করা আছে ।
- রয়েছে অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ার ১০.১ ।
- রয়েছে HDMI port যার মাধ্যমে আপনার পিসি বা টিভিতে কানেক্ট করে দেখতে পারবেন ফোনের মিডিয়া।
- রয়েছে Li-Po 1930 mAh ব্যাটারি যা দেবে এক চার্জে দীর্ঘ সময় কাটানোর সুবিধা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন