“তথ্য প্রযুক্তি হোক সবার জানা”- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এবং প্রযুক্তির সর্বশেষ
খবরা খবর নিয়ে প্রতিমাসের শেষদিনে বের হচ্ছে “মাসিক ই-পৃথিবী”
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের একদল নিবেদিত প্রাণ কর্মী নিয়ে গঠিত “মাসিক ই-পৃথিবী” গ্রাফিক্স ডিজাইনার টিম যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রতিমাসের “মাসিক ই-পৃথিবী”কে আরও সফল এবং জনপ্রিয় করতে ।
এছাড়াও বিভিন্ন কাম্পাস প্রতিনিধি নিয়মিত প্রযুক্তির সর্বশেষ খবর দিয়ে এটিকে
করে তুলছে আরও তথ্যবহুল।
যে সকল বিষয়ের উপর “মাসিক ই-পৃথিবী” নিয়মিত রচিত হচ্ছেঃ
১. ওপেনসোর্স
২. ফ্রীল্যান্সিং
৩. টিউটোরিয়াল
. ফটোশপ
. ফ্ল্যাশ
৪. টিপস এন্ড ট্রিক্স
৫. সায়েন্স ফিকশান
৬. সর্বশেষ প্রযুক্তি
৭. বাজার দর
৮. মুভি রিভীউ
৯. i-phone অ্যাপলিকেশান ডেভেলপমেন্ট
১০. আপডেট সফটওয়্যার
১১. টুকরো খবর
১২. ই-ফটোগ্রাফী
প্রযুক্তির খবরের আরও নানা বিধ আইটেম তো যোগ হচ্ছেই যেটি পাবেন সম্পূর্ণ
বিনামুল্যে ।
“মাসিক ই-পৃথিবী”- সম্পর্কে বিস্তারিত তথ্য
ইতিমধ্যে “মাসিক ই-পৃথিবী” তার সফল চারটি সংখ্যা প্রকাশ করেছে যার সবই
পাওয়া যাচ্ছে বিনামূল্যে http://www.e-prithibi.com/e_download/ এই ওয়েবসাইটে ।
.
.
প্রযুক্তির খবর নিয়ে এমন আয়োজন যেটা না পেলে হয়তো প্রযুক্তির চাহিদাটা
একটু হলেও অপূর্ণ থেকে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন