পৃথিবীর যতগুলো উন্নতদেশ রয়েছে তাদের মধ্যে জাপান একটি। তাই এদের সাইবার নিরাপত্তাও বেশ কঠৌরভাবে নিয়ন্ত্রন করা হয়। আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে তাদের প্রযুক্তি এবং তাদের মত নিরিপত্তা ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয় না কেননা আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। কম্পিউটারের নিরাপত্তা দিতে আমাদের দেশে সবচেয়ে বেশী কয়েকটি এন্টিভাইরাস ব্যবহৃত হয় এদের মধ্যে Kaspersky, Eset Nod32, Avg, Norton ইত্যাদি উল্ল্যেখযোগ্য। তবে বেশীরভাগ জাপানবাসী এইসব এন্টিভাইরাস ব্যবহার থেকে দূরে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বেশী ব্যবহৃত হয় k7 Antivirus টি। আপনাদের ইচ্ছে হলে একবার ব্যবহার করে দেখে নিতে পারেন। তবে আমরা যেহেতু ৯৯.৯৯% সফটওয়্যার পাইরেটস ব্যবহার করে থাকি তাই আপনাদের এবং আমার নিজের জন্য প্রায় দেড় ঘন্টা সময় ব্যয় করে একটি সিরিয়াল খুজে বের করেছি। হয়ত কারও উপকার হবে।
সিরিয়াল কে এখান থেকে ডাউনলোড করুন। আর একটি কথা এজন্য আপনাকে আপনার ব্যবহৃত একটি মেইল এড্রেসের প্রয়োজন হবে। সকলকে ধন্যবাদ...............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন