আমাদের অনেকের মাঝে একটা ধারনা আছে যে হ্যাকিং জিনিশ টা খুব খারাপ কাজ। আমাদের অনেকের মাঝে প্রত্যেকটা ভাল এবং খারাপ দিক আছে। আমরা স্বভাবতই ভাল জিনিশটা জানবো এবং তার সাথে খারাপ দিকটা জানা ভাল কারন ওই জিনিশের খারাপ দিকটা জানতে হবে আমাদের নিরাপত্তার জন্য।তাই আমি যদি হ্যাকিং সম্পর্কে কিছুই না জানি তবে নিজেকে কিভাবে রক্ষা করবো? ঠিক এই কারনেই আমাদের দেশি ওয়েবসাইট গুলো প্রতিনিয়ত বিদেশি হ্যাকার দ্বারা আক্রান্ত হয়।
#বিভিন্ন কোম্পানী হ্যাকার রাখে তাদের কোম্পানীর নিরাপত্তার জন্য। তাই আমি মনে করি আমাদের দেশের প্রত্যেকটা ইন্টারনেট ব্যবহারকারীর হ্যাকিং সম্পর্কে নুন্যতম জ্ঞান থাকা উচিত। তবে হ্যাঁ আমাদের সবাইকে নৈতিকভাবে সবল থাকতে হবে যেন এটির ব্যাড ইউজ না করি। কারো ক্ষতি করার জন্য হ্যাকিং কাজে লাগানো যাবেনা। আসলে যদি ঠিক ঠাক বুঝা যায় তবে হ্যাকিং জিনিশ একটু জানলে আরো জানতে ইচ্ছা করে। হ্যাকিং শিক্ষা নেবার জিনিষ। অনেক কথা বললাম,চলুন দেখি কিকি সুবিধা আছে,
- ১=আই.পি দিয়ে আপনার Broadband এ যে কোন পিসির বা কোম্পানির পিসির ইনফরমেশন জানতে পারবেন।
- ২=আপনার পিসির ইন্টারনেট এর আইপি পালটিয়ে সার্চ করা আইপি দিয়ে
যেমন:- যদি হয় ১২৮ কেবিপিস তাহলে সে টা হবে মেগাবাইটে।
পাশাপাশি ম্যাক এডড্রেস জানতে পারবেন। - ৩=আপনার Broadband এ যে কোন পিসির আইপি দিয়ে ওয়েবসাইটের ভিতর সকল ইনফরমেশন জানতে পারবেন।
নিয়ম টা একটু দেখি:-
Broadband আই.পি!
#প্রথমে যেকোন পোর্ট স্ক্যানার ডাউনলোড করুন ( IPscanner)।
1- নিচেতে জীবন্ত IPsএর জন্য স্ক্যান করুন।
2-IPscanner সফটওয়্যারে আপনার আই.পি. কপি করুন।
3-তারপর আপনার স্ক্যানারে পরীক্ষা করুন যেটি জীবন্ত IPs.(মাঝে মাঝে লক খোলা থাকে password চায়না)।
4- IP ঢোকান আপনার ওয়েব ব্রাউজার করে।
5-জীবন্ত আই.পি.:-
ধরন u User= admin
Password =admin or password
যদি প্রত্যাখ্যাত তারপর অন্য একটি জীবন্ত আই.পি.ক্লিক করুন।
ধরন u User= admin
Password =admin or password
যদি প্রত্যাখ্যাত তারপর অন্য একটি জীবন্ত আই.পি.ক্লিক করুন।
6-যদি সাফল্য হয় তাহলে এই আই.পি.টির ব্যবহারকারীর (router) মানসমূহ পাতায় দেখাবে -
ব্যবহারকারীর নাম এবং চাবি সেখানে আবির্ভূত হবে।
ব্যবহারকারীর নাম এবং চাবি সেখানে আবির্ভূত হবে।
আপনি এখনে চাবি দেখতে Revelation সফটওয়্যার ব্যবহার করুন!
Downlod:-Advanced-IP-Scanner
File Size=7.47MB
Downlod:-Revelation
File Size-284KB
( ইন্সটল হওয়ার পর ফাইল টি rar- Fileভাবে দেখাবে )
- আশারাখি ভাল কাজে আসবে কারো ক্ষতি করার জন্য হ্যাকিং কাজে লাগানো যাবে না ।যাদের প্রয়োজন তারা ডাউনলোড করতে পারেন।ভালো থাকুন এই প্রত্যাশা রেখে ।
“আল্লাহ হাফেজ”।