বিভিন্ন ষ্টুডিওগুলোতে সারাক্ষণই ছবি ঘষামাজা করতে দেখা যায় ছবি সুন্দর করার জন্য। আরা যারা এই কাজ কাউকে করতে দেখেছেন তারা মনে মনে ভেবেছেন, ইশ! যদি আমি পারতাম ? কিন্তু সময় না থাকায় বা কম্পউটারে অত্যন্ত পারদর্শী না হওয়ায় কাজগুলো শেখা হয়ে ওঠে না। আবার যারা ফেসবুক পাগল তারা প্রায়শই তাদের ছবি এডিট করার প্রয়োজন বোধ করেন। কিন্তু আপনি যদি ফটোশপে দক্ষ না হন তবে ছবি ঠিক করতে গেলে তা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশী।
তাই ব্লগার ভাইদের দক্ষ করতে এখানে একটি সফটওয়্যারের লিংক দিলাম। এটি একটি ছোট্ট কিন্তু ফটো এডিটিং এর জন্য দারুণ একটি সফটওয়্যার। এটিতের ছবি পরিষ্কার করার, ছবির উপর ড্রয়িং করার এবং আরো অনেক দারুন ফিচার রয়েছে যা সকলেরই ভাল লাগবে। ছবি এডিট করার অনেক সফটওয়্যার আছে কিন্তু মাত্র তিন মেগাবাইটের এই সফটওয়্যারটি তাদের মধ্যে অসাধারণ। ব্যবহার করেই দেখুন। ধন্যবাদ সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন