কেমন আছেন সবাই? কম্পিউটার নতুন করে সেটআপ দিলে কত রকম সমস্যায় যে পড়তে হয় তার কোন শেষ নেই। আজ আপনাদের সেই সকল সমস্যা থেকে মুক্তি দেয়ার জন্য এই ব্লগটি লিখছি। এক্সপি সার্ভিস প্যাক-০২ ইন্সটল করলেতো কম্পিউটার পুরা ফাকা হয়ে যায়। অর্থ্যাৎ কোন ড্রাইভার ই পায় না। এমনকি ল্যান ড্রাইভার পর্যন্ত না। এক্সপি সার্ভিস প্যাক -০৩ সেটআপ করলে কিছু কিছু কোম্পানির গ্রাফিক্স কার্ড পায় কিন্তু সাউন্ড কার্ড পায় না। আবার অডিও ড্রাইভারেও সমস্যা।
উইন্ডোজ সেভেন যারা ব্যবহার করছেন তারা হয়তো এক প্রকার নিশ্চিন্তেই উইন্ডোজ নতুন করে সেটআপ এর কাজটি করেন। কারণ, সেভেনে সব ধরণের ড্রাইভার এম্বডেড থাকে। ফলে নতুন করে কোন ড্রাইভারের প্রয়োজন পড়ে না। কিন্তু যারা এখনো এক্সপিতে তাদের জন্য সব সময়ই টেনশন কাজ করে।
আজ থেকে সমস্ত টেনশন ভুলে যান। এবং এই ছোট্ট সফটওয়্যারটি, মাত্র ৪৪৩ কে.বি. ডাউনলোড করুন নিম্নের লিংক থেকে ঝটপট-
আপডেট চাইলে আপডেট করে নিবেন। Download শেষ হলে সফটওয়্যারটি রান করুন। এরপর যে ড্রাইভার ডাউনলোড করতে চান সেই নামে ক্লিক করুন।
সিপিউ, মাদারবোর্ড বা যে ড্রাইভার ডাউনলোডের জন্যই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে নিম্নোক্ত সাইটে নিয়ে যাবে-
উপরে প্রাপ্ত লিংকে ক্লিক করার পর আপনাকে ডাউনলোডের অপশন দিবে-
এর নির্দিষ্ট লিংক থেকে ডাউনলোড করে নিন। খুব কাজের একটি সফটওয়্যার এটি। আশা করি আপনাদের উপকারে আসবে। আর উপকৃত হলে মন্তব্য দিতে ভুলবেন না যেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন