Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০১০

ডেস্কটপ ভিডিও : Firewire/IEEE 1394 কি?

Firewire/IEEE 1394 হচ্ছে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের সাথে হাই স্পিড ডাটা আদান প্রদানের সিষ্টেম। সাধারনত ভিডিও ক্যামেরা থেকে কম্পিউটারে ডাটা ট্রনসফারের জন্য হাই ব্যান্ডউইডথ প্রয়োজন হয় ফলে প্রচলিত বাসগুলো ব্যবহার করে ভিডিও ক্যাপচার করলে ফ্রেম মিস হয়ে যায় এবং হাই রেজুলেশনের ভিডিও ক্যাপচার করা অনেক সময় সম্ভব হয়না। এই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার জন্যই মুলত Firewire/IEEE 1394 ডেভেলপ করা হয়েছে। অনেক কম্পিউটারে বিশেষ করে লেটেষ্ট ল্যাপটপ কম্পিটারগুলোতে Firewire কার্ড বিলটইন থাকে। আপনার পিসিতে যদি Firewire কার্ড বিলটইন না থাকে চিন্তার কোন কারন নাই আলাদাভাবে Firewire কার্ড বাজরে পাওয়া যায়। এই কার্ডগুলো কিনে আপনার পিসির যে কোন একটা PCI স্লটে বসিয়ে দিলেই হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন