Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০১০

হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি?

 যারা নেটওয়ার্কিং এর উপর সবেমাত্র পড়াশুনা শুরু করেছেন বা নেটওয়ার্কিং এর কাজ শিখতে আগ্রহী তারা বেশীর ভাগ সময় একটা প্রশ্ন করেন তা হল হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি? আমি থিউরির কচকচানি না করে উদাহারনের মাধ্যমে সংক্ষিপ্তভাবে বলছি। ধরুন একটা চৌরাস্তার মাথায় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম থাকলে কি হয় আর না থাকলে কি হয়। ট্রাফিক কন্ট্রোল থাকলে গাড়িগুলো সুষ্টভাবে চলাচল করে আর না থাকলে সবদিকের গাড়ি এসে একটা বিশৃংক্ষল অবস্থার সৃস্টি হয় যার ফলে গাড়িগুলোর গতি কমে যায়।
এক্ষত্রে হাব হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ছাড়া রাস্তা আর সুইচ হচ্ছে ট্রাফিক কন্ট্রোল সহ রাস্তা। একটা হাবের সাথে কানেক্টেড একটা পিসি A যখন আরেকটা পিসি B এর খোঁজ করে তখন সেটা হাবের প্রত্যেকটা পোর্টে গিয়ে জিজ্ঞেস করে তুমি কি B? এভাবে প্রকৃত B কে যখন পায় তখন তার সাথে যোগাযোগ করে। এবার ভাবুনতো A B কে খুঁজছে D H কে খুঁজছে F C কে খুঁজছে তখন কি অবস্থা হবে। আর সুইচের ক্ষেত্রে যখন কোন পিসি সুইচের সাথে কানেক্ট হয় তখন সুইচ পিসিটা কোন পোর্টের সাথে কানেক্ট আছে সেটা তার মেমোরীতে রেখে দেয়। ফলে পরবর্তীতে যখন একটা পিসি আরেকটা পিসিকে খোঁজে তখন সুইচ তাদের দুইজনের মধ্যে যোগাযোগ ঘটিয়ে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন