আজকে শেয়ার করছি ভিসতা অপারেটিং সিস্টেম এর ১৩টি জ্জটিল সুপার থিম। সাথে দেখে নিন কিভাবে ভিসতায় থিম ইন্সটল করতে হবে। আসা করি ভিসতা ইউসার রা অনেক খুশি হবেন। কি হবেন না ভাই? হাহা। চলেন শুরু করি।
১। নিচে দেখুন আমি প্রতিটা থিম এর এক্সামপ্ল ছবি দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে ডাউনলোড করতে চান ছবির মাঝে ক্লিক করে ডাউনলোড পেজে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
২। এখানে ক্লিক করে ভিস্তা গেজ ডাউনলোড করে নিন থিম গুলো যালানর জন্য।
৩। এখন VistaGlazz আনজিপ করুন।
৪। প্রথমে “I agree” ক্লিক করুন এখন “Computer” icon এ ক্লিক করুন।
৫। পিসি রিস্টার্ট মারেন।
৪। প্রথমে “I agree” ক্লিক করুন এখন “Computer” icon এ ক্লিক করুন।
৫। পিসি রিস্টার্ট মারেন।
৬। এখন আপনার ডাউনলোড করা থিম গুলো কপি করেন এখানে গিয়ে পেস্ট করে দিন
C:
Resources
৭। desktop এ রাইট ক্লিক করে “Personalize” এ গিয়ে “Themes” এ যান। এখন যেই থিম একটিভ করতে চান সিলেক্ট করে “Apply” করুন। কাজ শেশ।
৮। মজা নেন মজা।
Elegance Theme
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন