Live Cricket ( JEWEL TV)

শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

একটা পিসিতে সেটাপের পর যা যা সব সময় ইন্সটল করা লাগে


একটা পিসিতে সেটাপের পর কত কিছুই না ইন্সটল করা লাগে ! আবার এগুলোর জন্য কতখানেই না যাওয়া লাগে !কেমন হত যদি মোটামুটি সবকিছুই (প্রয়োজনীয়) একটি মাত্র টপিকেই খুজে পেতেন ?
চলুন সেই ব্যাবস্থাটাই করি আজ।
নিচে ক্যাটাগরী অনুসারে প্রয়োজনীয় সফটওয়্যারগুলো এবং আরো অন্যান্য কিছু লিংক দেওয়া হলো।সময়ের সাথে সাথে এগুলাও আপডেট হতে থাকবে।


অডিও গান যদি শুনতে চানঃ ধরুন আপনি অডিও গান শুনতে চাচ্ছেন।যদিও আপনার উইন্ডোজে বিল্টইন মিডিয়া প্লেয়ার পাবেন তবুও বেটার পাসফরম্যান্স এবং অন্য অন্য সুবিধার কথা চিন্তা করে অনেকে আবার আলাদাভাবে মিডিয়াপ্লেয়ার ইনস্টল করে।ঠিক তেমনই কয়েকটা প্লেয়ার ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।
*** Media Jukebox
*** Songbird (আমার বেশ ভালো লাগে)
*** Winamp
*** Windows Media Player 11 (ভিসতাতে/সেভেনে বিল্ট ইন পাবেন)
*** Zoom Player
(অডিও প্লেয়ার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)




ভিডিও গানের জন্যঃ আজকাল বিভিন্ন ফরম্যাটের ভিডিও পাওয়া যায়।সব ফরম্যাট আবার আপনার বিল্টইন উইন্ডোজ মিডিয়াপ্লেয়ারে চলবেনা।তার জন্য আপনার ইনস্টল করতে হবে কোডেক।এসব ঝামেলা এড়ানোর জন্যই আপনি নিচের প্লেয়ারগুলো থেকে যেকোন একটা প্লেয়ার ডাউনলোড করে নিতে পারেন।এই প্লেয়ারে অডিও থেকে শুরু করে ভিডিও এবং সব ধরণের মিডিয়া ফরম্যাট সাপোর্ট করবে।
*** Media Player Classic (Klite Codec Included) (রিকমেন্ডেড)
*** VLC Player (রিকমেন্ডেড)
*** Divx Player
*** GOM Player
*** KM Player (সুন্দর ভিজ্যুয়াল ইফেক্ট পেতে চাইলে)
(ভিডিও প্লেয়ার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



অডিও কনভার্টারঃ অডিও গানকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে চাইলে বা গানের বিটরেট কমিয়ে অল্প জায়গায় বেশী গান রাখতে চাইলে আপনার দরকার হবে কনভার্টার।
নিচের লিষ্টে পাবেন তেমনই অডিও কনভার্টারসমুহ।

*** Any Audio Converter(রিকমেন্ডেড)
*** AVS Audio Converter
*** Magic Audio Converter
*** Total Audio Converter (রিকমেন্ডেড)
*** Xilisoft Audio Converter
(অডিও কনভার্টার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



ভিডিও কনভার্টারঃ আপনার পোর্টেবল ভিডিও প্লেয়ার বা মোবাইল উপযোগী রেজুলেশনের ভিডিও,বড় সািজের ভিডিওকে কমপ্রেস বা এরকম রিলেটেড কোন কিছু করতে চাইলে আপনার দরকার হবে ভিডিও কনভার্টার।নিচের লিষ্ট থেকে খুজে নিন আপনার পছন্দেরটা।
*** Any Video Converter (রিকমেন্ডেড)
*** AVS Video Converter
*** Magic Video Converter
*** Total Video Converter
*** Win Avi Video Converter
*** Xilisoft Video Converter ultimate (রিকমেন্ডেড)
(ভিডিও কনভার্টার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



ব্রাউজারঃ ধরুন আপনি আপনার পিসি থেকে ইন্টারনেট ব্রাউজ করতে চান।ডিফল্ট বা বিল্টইন হিসাবে আপনি ইন্টারনেট এক্সপ্লোরার পাচ্ছেন কিন্তু অন্যান্য সুবিধা বা জনপ্রিয়তার উপর ভি্ত্তি করে ইদানিং আরো অনেক ব্রাউজার পাওয়া যায়।নিচ থেকে ডাউনলোড করতে পারেন।
*** Firefox (রিকমেন্ডেড)
*** Google Chorme (রিকমেন্ডেড)
*** Opera
*** Safari
*** Netscape
*** Avant
(ব্রাউজার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



ডাউনলোড ম্যানেজারঃ বাজারে (নেটে) আজকাল অনেক ডাউনলোড ম্যানেজার পাওয়া যায়।এগুলা দিয়ে আপনি ব্রাউজারের ডিফল্ট ম্যানেজার থেকে অনেক বেশী স্পিড এবং সহজে ডাউনলোড করতে পারবেন।এই ক্যাটাগরীতে আমার ব্যাক্তিগত পছন্দ আইডিএম।নিচে জনপ্রিয় কিছু ডাউনলোড ম্যানেজার শেয়ার করা হলো !
*** Internet Download Manager (IDM)
*** FlashGet
*** Orbit Downloader
*** Internet Download Accelarator
*** Download Accelerator Plus 
(অডিও প্লেয়ার নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



ডাটা রিকভারীঃ ধরুন ভুলক্রমে আপনার গুরুত্বপূর্ণ একটি ফোল্ডার বা ফাইল ডিলিট করে দিয়েছেন যা পরবর্তীতে রিসাইকেল বিন থেকেও ডিলিট করা হয়েছে।এখন উপায় ? এমন অবস্থায় আপনার দরকার হবে ডাটা রিকভারী সফটওয়্যার। এটা দিয়ে আপনি ডিলিট করা ফাইল থেকে শুরু করে ফরম্যাট হওয়া ড্রাইভের ডাটাও পুনুরুদ্ধার করতে পারবেন।নিচে এমনই কিছু সফট দেওয়া হলো।
*** EASEUS Data Recovery Wizard Professional
*** OnTrack Easy Recovery Professional
*** RStudio 4.5
*** Recover My Files
*** Memory Card Data Recover
(এই ক্যাটাগরীর অন্য কোন সফট নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)



অপারেটিং সিস্টেমঃ এক্সপি/ভিসতা/সেভেন এখন সবার হাতে হাতে।তবুও এসবের ভীড়ে আজকাল অনেকেই মুক্ত অপারেটিং সিস্টেমের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে।আপনিও ঘুরে আসুননা একবার লিনাক্সের ভার্সন/ডিস্ট্রো গুলো থেকে! (সংগ্রহ এবং সিলেকশনে শেষপ্রান্তর)
*** Ununtu
*** Linux Mint
*** Fedora
*** Mandriva
*** Open SUSE
(অপারেটিং সিস্টেম  নিয়ে কারো কোন স্ট্রং রিকমেন্ডেশন থাকলে সেটা এই টপিক জানানোর আহবান করা হচ্ছে।)


রেডিওঃ কাজের ফাকে ফাকে যদি অনলাইনে রেডিও শুনতে চান সেটার ব্যবস্থা রয়েছে।যদিও অনেক রেডিও আছে,এদের মধ্য থেকে বাংলা কিছু অনলাইন রেডিও'র লিংক দেওয়া হলো। (সংগ্রহ এবং সিলেকশন করেছেন সামিউল ভাই)
*** রেডিওগুনগুন
*** রেডিও ঢাকা
*** রেডিও তুফান
*** লেমন ২৪.কম
*** রেডিও আড্ডা



অন্যান্য কিছু জিনিসপত্রঃ পিসি চালাতে গেলে টুকটাক আরো অনেক কিছুরই দরকার হয়।নিচে এরকম কিছু লিংক বা সফট দেওয়া হলো।কখনো কখনো কাজে লাগবে।
*** Magic ISO Burner (Full) (আপনি যদি বুটেবল সিডি বা ডাউনলোড করা আইএসও ফরম্যাটের ফাইলটি সিডি বার্ন করতে চান তবে ব্যাবহার করুন ম্যাজিক আইএসও।)
*** Windows Activator (ALL) (আমার দেখা এ পর্যন্ত সেরা এ্যাক্টিভেটর।সব ভার্শনেই কাজ করে)
*** HJ Split নেট থেকে ডাউনলোড করা .001 বা .002 এরকম ফরম্যাটের ফাইলগুলা একসাথে জোড়া লাগানোর জন্য এটি কাজে দেবে)
*** DU Meter (এটি আপনার ব্যান্ডউয়িথের হিসেব রাখবে।আওয়ারলী,ডেইলী,মান্থলী কত ডাউনলোড বা আপলোড করলেন বা টোটাল কি পরিমাণ ইউজ করলেন সেটার হিসাব রাখবে।)
*** Portable Bangla Dictionary (আড়াই মেগাবাইটের চমৎকার একটা বাংলা ডিকশনারী!)
*** Acdsee 10 (ফটোশপ জানেন না কিন্তু পারিবারিক ছবিগুলা এডিটিং করতে চান এরকম ছোটখাট হালকা কাজের জন্য এটি ব্যাবহার করুন)
*** Yahoo Messenger (আমাদের অতিপ্রিয় ইয়াহু ম্যাসেন্জার ডাউনলোড করতে চাইলে এখানে যান)
*** Skype (ডাউনলোডের জন্য ক্লিক করুন)



(কিছু কথাঃ এই টপিকটা অনেক বড় করার ইচ্ছা আছে।আপাতত শুরু করলাম।ধীরে ধীরে সবই যোগ করবো । এখানের মিডিয়াফায়ার লিংকগুলো সব আমার আপলোড সুতরাং হারিয়ে যাওয়ার ভয় নেই।তবুও কোন সমস্যা পেলে দ্রুত জানাবেন। এখানে যেসব সফট আছে সবই সিরিয়াল সহ আর বাদবাকীগুলা ফ্রিওয়্যার)

মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০

E-mail Notification

সাধারনত আমারা মেইল করে বুঝতে পারিনা প্রাপকে পাঠানো মেইল’টি সে পেয়েছে কি/না। আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন আপনার পাঠানো মেইল’টি প্রাপক পেয়েছে কি/না। এর জন্য কিছু ধাপ সম্পাদন করতে হবে। তারপর আপনার মেইলেই নটিফিকেশন পৌছে যাবে।[Image]ডাকযোগে যেমন গুরুত্বপূর্ন চিঠি হলে রেজিষ্ট্রি করে পাঠাতেন এতে করে বুঝতে পারা যেতো প্রাপক চিঠি’টি পেয়েছে কি/না মেইলের ক্ষেত্রে এই সেবা’টি অনেকটা সেরকম’ই। আর এটি পাচ্ছেন বিনামূলে সেবা’টি প্রদান করছে Spypig। এটি একটি ই-মেইল ট্রাকিং সিস্টেম, আপনার পাঠানো ই-মেইলটি প্রাপকের মেইল বক্সে পৌছার সাথে সাথে একটি notification পাবেন। প্রাপক মেইল’টি রিড করছে কি/না সেটাও জানতে পারবেন। Spypig-এর সেবা পেতে হলে যা যা করতে হবে।প্রথমে এখানে ক্লিক করুন www.spypig.com এবং আপনার মেইল এড্রেস দিন, যে মেইলে আপনি নটিফিকেশনটা পেতে চান। আপনার পাঠানো মেসেজটির প্রাপকের নাম বা মেসেজটির শিরোনাম লিখুন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই মেসেজটির নটিফিকেশন আপনি জানতে চেয়েছিলেন। উপরের যেকোন একটা Spypig tracking images সিলেক্ট করুন। আপনি কতবার নটিফিকেশন মেসেজ পেতে চান তা নির্দিষ্ট করুন। উপরের বাটনটিতে ক্লিক করে SpyPig tracking image টি চালু করুন। Right-mouse ক্লিক করে SpyPig imageটি কপি করুন এবং আপনার পাঠানো মেইলের মেসেজ বডিটে যে কোন জায়গা পেস্ট করুন। আপনার কাজ শেষ। এখন প্রাপক মেইলটি খোলা মাত্রই আপনার ই-মেইল বক্সে একটা নটিফিকেশন চলে আসবে।

সোমবার, ২৫ অক্টোবর, ২০১০

ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া

বিসমিল্লাহির রহমানির রহিম
অনেক সময় বিভিন্ন কারনে ব্লগের নাম পরিবর্তন করতে হয় বা অন্য কোন ব্লগ চালু করতে হয়, তখন আপনার পুরনো ব্লগটি মুছে দিলে ব্লগটির পাঠকরা আপনার ব্লগ আর খুজে পায় না এবং পাঠক গুলোকে হারাতে হবে। আপনি চাইলে আপনার পুরনো ব্লগ থেকে পাঠকদের সয়ংক্রিয় আপনার নতুন ব্লগে বা সাইটে নিয়ে যেতে পারেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
প্রথমে ব্লগারে গিয়ে লগঅন করুন। তারপর Design ট্যাব থেকে Edit HTML এ ক্লিক করুন।
blogger hack 0041 ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া | Techtunesতারপর কী-বোর্ড থেকে F3 চাপ দিন। তাহলে সার্চ উইন্ডো আসবে। সেখান <head> লিখে শব্দটি বের করুন।
blogger hack 101 ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া | Techtunes
ফায়ারফক্সের সার্চ বার
শব্দটি খুজে পেলে শব্দটির নিচে নিচের কোডটি দিন এবং কোডটির “http://www.example.com/” এর জায়গাতে আপনার নতুন সাইটের ঠিকানা দিন।
<meta content=’0;url=http://www.example.com/’ http-equiv=’refresh’/>
কোডটি দেয়ার পর কোড গুলো দেখতে নিচে মত হবে।
blogger hack 102 ব্লগার হ্যাকিং : অন্য কোন সাইটে সয়ংক্রিয় নিয়ে যাওয়া | Techtunes
তারপর SAVE TEMPLATE এ ক্লিক করুন।উদাহরন হিসেবে নিচের সাইটে ক্লিক করে দেখতে পারেন।

ওয়াইফাই হ্যাকিং কালেশন ২০১০(হয়ে যান হ্যাকিং মাস্টার)!!

আজ আমি একটি ওয়াইফাই হ্যাকিং কালেশন নিয়ে এসেছি….
এ কালেকশনের মাধ্যমে আপনি প্রায় গুরুত্বপূর্ন হ্যাকিং সম্পর্কে জানতে ও শিখতে পারবেন……
4871396756 fd456cc8d7 ওয়াইফাই হ্যাকিং কালেশন ২০১০(হয়ে যান হ্যাকিং মাস্টার)!!!By Tanvir ২০১০(হয়ে যান হ্যাকিং মাস্টার)!!!By Tanvir | Techtunesএখানে রয়েছে……
Windows Tools 1
WiresHark
AirSnare
Kismet
aircrack
WirelessKeyView
Wifi Monster
NetStumbler
Easy Wifi Radar
SmartSniff
Ettercap
WinPcap
CommView
Windows Tools 2
Nmap
WiFi Internet Access Blocker
iPig WiFi HotSpot VPN Security
Kismet
Wirelessmon
PocketWarrior
Inssider
RemoteAnyWhere
PmoniPacketMon
ApTools
WiFiFoFum
Advanced Port Scanner
NetSurveyor
PDF™ & Tutorials
Hacking Wireless Networks
Cracking WEP and WPA WiFi
Wifi Hacking
Hacking Asus WL520gU
BackTrack PDFs
O-Reilly Wireless Hacks
FBI Teaches how to break WiFi
WiFi Advanced Fuzzing
Wifi Security
Wireless Sniffing WiresHark
Wireless Hacking Tools
Bonus Software
Net Tools
WepGen
Cantennator
Anchorfree
Cain and Abel
Wifi Drivers
Brutus
VmWare Keygen
LanHelper
এটি একটি জটিল কালেকশন সাইজ ১৭৩ মেগাবাইট
২ভাগে এর লিঙ্ক দেয়া হল….
১ম অংশঃ
http://www.fileserve.com/file/pJM6977

২য় অংশঃ
http://www.fileserve.com/file/vF3M2nU

আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে)

Facebook Notification  to Your Mobile। তাদের লিষ্টে বাংলাদেশ নেই। বাংলাদেশ নেইতো কি হয়েছে।
ফেসবুক নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে নিম্নের ধাপগুলো অনুসরণ করতে হবে ‍ঃ
১। প্রথমে আপনার ফেসবুক একাউন্টটে লগিন করুন।
২। তারপর আপনার Account থেকে Account Settings এ যান।
as আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunes
৩। তারপর Mobile ট্যাব-এ যান।
mb আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunes
৪। তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।
2555 (গ্রামীণফোন ‌ইউজারদের জন্য)
32665 (বাংলালিংক ইউজারদের জন্য)
৫। ফিরতি এস.এম.এস এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।
৬। এবার Already received a confirmation code? এ ক্লিক করুন।
all rea আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunes
৭। আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নিচের বক্সটিতে লেখুন।
৮। এবার Confirm এ ক্লিক করুন।
cd আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunesব্যাস হয়ে গেলো ।!!!
এখন আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।
fn আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunesএখন আপনি আপনার মোবাইল থেকেই পাবেন ফেসবুকের যাবতীয় খবর। চাইলে মোবাইল থেকেও আপনি আপনার ফেসবুকের Wall এ আপনার ষ্টাটাস পোষ্ট করতে পারবেন, আপনার যদি কোন ফ্রেন্ড রিকুয়েষ্ট থাকে, যদি কেউ আপনার ফ্রেন্ড রিকুয়েষ্ট গ্রহণ করে ইত্যাদি আরো অনেক খবর আপনার মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফেসবুক আপনাকে জানাবে।
বিঃ দ্রঃ  Confirmation SMS আসতে অনেকসময় ২৪ সময়ও লাগতে পারে।
আর সমস্যা হলে call korun 01720-526783।
(উপরের লেখাগুলি আমি ভূয়া লেখিনাই একদম প্রমাণিত এবং আমি নিজেই আমার মোবাইল থেকে এস.এম.এস এর মাধ্যমে আমার ফেসবুক  নোটিফিকেশন পাই)
ধ ন্যবাদ সবাইকে45770 122357014483787 100001284685078 138463 7579814 n আপনার ফেসবুক Notification পান আপনার নিজের মোবাইলে তাও আবার SMS এর মাধ্যমে (একদম বিনামূল্যে) | Techtunes

উইনডোজ সেভেন-এ বিজয় ২০০৩ দিয়ে বাংলা লিখুন যেকোন রকম সমস্যা ছাড়াই

উইনডোজ সেভেন-এ বিজয় ২০০৩ দিয়ে বাংলা লিখুন যেকোন রকম সমস্যা ছাড়াই।
১। প্রথমে বিজয় ২০০৩ এই লিংক থেকে ডাউনলোড করুন বা আপনার কম্পিউটারে এর ব্যকআপ ফোল্ডারে গিয়ে _ISDEL নামের ফাইলটির প্রপার্টিজ এ যান
২। এরপর Compatibility Tab এ গিয়ে Compatibility Mode এ Ran this program in compatibility mode for এর চেকবক্সে ক্লিক করুন, এবং নিচে Ran this program as administrator এর চেকবক্সে ক্লিক করে Ok তে ক্লিক করুন।
৩। ঠিক একই ভাবে SETUP ফাইলটির বেলায়ও তাই করুন।
৪। তারপর বিজয় ২০০৩ আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
৫। ইন্সটল শেষে কম্টিউটার রিস্টাট করবেন না।
৬। এবার আপনার বিজয় ২০০৩ এর ব্যকআপ ফোল্ডারে গিয়ে সব ফাইল সিলেক্ট করে  C:\Program Files\Ananda Computers\bijoy 2003 ফোল্টারে সব ফাইল কপি করে দিন।
7। এবার আপনার কম্পিউটার রিষ্টাট করে বাংলা লেখা শুরু করুন।

Nokia 5230 Hack করার সহজ উপায়!!!!!!

আপনি যদি নোকিয়া ব্রান্ডের কোন মোবাইল ফোন ব্যবহার করে থাকেন তাহলে আপনি হয়ত জানেন যে তাদের সেটে সফট্ওয়ার বা থিম ঢুকানোর আগে সেগুলোকে সাইন করে ঢুকাতে হয়। আর এই ঝামলা থেকে একমাত্র বাচার উপায় আপনার সেলফোনটি হ্যাক করা। আপনি আপনার সেটটিকে হ্যাক করলে কোন রকম সাইন করার ঝামলা ছাড়াই মোবাইলে গেম, সফট্ওয়ার ঢুকাতে পারবেন। এই কাজটি করার জন্য খুব সুন্দর একটি ফ্রি সফট্ওয়ার পাওয়া যায় কিন্তু এটি আপনার IMEI নম্বর দিয়ে সাইন করে ইন্সটল করতে হয়।  তাই এই সহজ কাজটি করার জন্য নিচের স্ক্রিনসটসহ নিয়মগুলি ফলো করেন তাহলেই Nokia 5230 smartphone টিকে হ্যাক করতে পারবেন।
Nokia 5230 Hack
Screenshot 1
http://cer.opda.cn/en/. – এ যান এবং Register করে Login করুন।
Nokia 5230 Hack
Screenshot 2
login করার পর  “Apply cer” এ ক্লিক করুন। উপরের “Screenshot 2″ দেখুন.
Nokia 5230 Hack
Screenshot 3
এখন যে ফরমটি দেখাবে সেটিকে পূরণ করুন  “Screenshot 3″ এর মত করে.  আপনার মোবাইলে *#06# চেপে আপনার IMEI নম্বরটি বের করুন এবং যথাস্থানে এটিকে লিখুন।  এই  application form – টি submit করার পর আপনাক ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
Nokia 5230 Hack
Screenshot 4
পরেরদিন আপনি লগিন করার পর  “Signing Softs” -এ ক্লিক করুন যা উপরের স্কিনশটে দেখানো হয়েছে। পাতাটির নিচে চলে যান যেখানে আপনি আপনার ফাইটি সাইন করার জন্য upload অপশনটি পাবেন।
Nokia 5230 Hack
Screenshot 5
এখান থেকে আপনি unsigned Helloox 2.03 -টি Download করে নিন এবং আপনার পিসিতে সেভ করুন। তারপর ডাউনলোড করা সফট্ওয়ারটি Browse করে Remark লিখুন এবং “Submit and Upload” বাটনে ক্লিক করুন।
এবং সর্বশেষে ‍ঃ
কিছুক্ষণ অপেক্ষা করুন এবং signed Helloox 2.03 -টি ডাউনলোড করুন। তারপর এটিকে আপনার Nokia 5230 – এ ইন্সটল করুন. ইন্সটল করার পর Menu>Installed Apps>Helloox -এ যান এবং run করুন। এখন এটি আপনার মোবাইলকে অটোমেটিক হ্যাক করবে।

Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর সকল contact এক দম ফ্রি।

Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর Adressbook এর সকল
Contact Number..
এর জন্য আপনাকে sonyericsson Mobile set ব্যবহার করতে হবে।
ইন্টারনেট থেকে MyPhoneExplorer নামে এই pc suite softwere সফটওয়ার টি বিনা মূল্য ডাউনলোড করে নিন।
তার পর file menu থেকে settings এ click করুন।
1 Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর সকল contact এক দম ফ্রি। | Techtunes
তার পর sync এ যান।
sync Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর সকল contact এক দম ফ্রি। | Techtunes
তার পর contact এ click করে gmail select করুন।
contact Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর সকল contact এক দম ফ্রি। | Techtunes
তার পর advance এ click করে আপনার gmail email adress & password দিন এবং ok করুন
advance Gmail এ backup রাখুন আপনার মোবাইল এর সকল contact এক দম ফ্রি। | Techtunes
আপনার মোবাইল এর সকল number gmail এর contact এ গিয়ে save হবে এবং এই synchonization করতে আপনার মোবাইল এর সিম থেকে কোনো টাকা কাটবে না। এক দম ফ্রি ।

লগইন ছাড়াই mail পাঠান যত খুশি ততো !

আমাদের অনেক সময় খুব তাড়াতাড়ি mail পাঠাতে হয় কিন্তু mail পাঠাতে হলে আমাদের প্রথমে gmail বা yahoomail বা ইত্যাদির mail এর pageএ ঢুকতে হয় তারপর login করতে হয় তারপর compose mail করতে হয় যা অনেক সময়ের ব্যপার আর net spreed যদি slow হয় তাহলে তো কাম সারছে। এমন যদি হয় লগইন ছাড়াই mail পাঠানো যেত! হ্যা আর কষ্ট নয় এখান থেকে লগইন ছাড়াই mail পাঠান যত খুশি ততো!
yellow mail send লগইন ছাড়াই mail পাঠান যত খুশি ততো ! | Techtunes
images লগইন ছাড়াই mail পাঠান যত খুশি ততো ! | Techtunes

এখান থেকে

যাকে mail পাঠাবেন তার mail address টা অবশ্যই মনে রাখতে হবে। তো Start now.

এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩.০ ফ্রি ডাউনলোড করুন।

 এসিডিসি প্রো ফটো ম্যানেজার ৩.০ ফ্রি ডাউনলোড করুন। | Techtunes

এসিডিসি ফটো  ম্যানেজমেন্ট, অরগানাইজ এবং ফটো  দেখার জন্য চমৎকার সফটয়্যার। অনেকেই হয়ত ব্যবহার করে থাকবেন।
যারা ব্যবহার করেছেন তারা জানেন কত কাজের এটি। এখানে আমি এসিডিসি এর যে প্রোডাক্ট নিয়ে কথা বলছি তা হল এসিডিসি
প্রো ফটো ম্যানেজার ৩.০। এটি গত মে মাসের ১১ তারিখে রিলিজ হয়েছে। রিলিজ হউয়ার কয়েকদিনের মধ্যেই ব্যাপক সারা
ফেলে দিয়েছে এই ভারশনটি। তবে যাই হোক আমার কাছে এটি বেশ কাজেরই মনে হল। তাই আপনাদের সবার সাথে শেয়ার
করলাম।
এটি ব্যবহার করে আপনি আপনার ক্যামেরা , মোবাইল, এম্পি ফাইভ, আই ফোন সহ ছবি তোলা যায় এমন যেকোন ডিভাইস থেকে
ছবি ইম্পোরট করে ফেলতে পারবেন অতি সহজেই। তাছাড়া আপনার যদি বিশাল ছবির সংগ্রহশালা হয় তবে তা সঠিকভাবে
নিয়ন্ত্রন করতে এই সফটয়্যারের  বিকল্প নেই। এটি দিয়ে আপনি ডুপ্লিকেট ইমেজ খুজে বের করতে পারবেন।
এর মাধ্যমে আপনি ছবি এডিটিং ও করতে পারবেন। যারা ফটোশপের কাজ জানেন না তাদের জন্য মহামূল্যবান হতে পারে এই
ফিচারটি। এই ফিচারে আপনি মাত্র কয়েক ক্লিকেই আপনার ছবিকে ফটোশপের  ইডিট করা ছবির মত করে তুলতে পারবেন।
অনেকেই এসিডিসি ব্যবহার করেন না কারণ এটি বেশ স্লো। কিন্তু এর এই ভারশনে এই অসুবিধা দূর করা হয়েছে সম্পুর্ণভাবে।
উপরের সুবিধাগুলো ছাড়াও এর আরো সুবিধা আছে। সেগুলো পুরো বিস্তারিত না লিখে সংক্ষেপে নিচে দেয়া হলঃ
১. সব ধরণের ইমেজ ফাইল দেখার সুবিধা আছে, বিভিন্ন রকম মাল্টিমিডিয়া ফাইলও প্লে করতে পারে।
২.সহজেই ছবি অনলাইনে পাবলিশ করার সুবিধা।
৩.এক সাথে অনেকগুলো{ধরুন ১০০০} ফাইলকে রিনেম করতে পারবেন সহজেই মাত্র কয়েক ক্লিকে।
৪.পেক্সেল রিপেয়ার করার সুযোগ আছে।
৫.আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা ইমেজগুলোকে সহজেই খুজে বের করতে সহায়তা করবে।
৬.কালার কারেক্শন করতে পারবেন।
৭.চাইলে আপনি ছবির এলবাম বানাতে পারবেন এর মাধ্যমে।
৮.আপনি কোন ছবি বা এলবামকে পাসওয়ার্ড দিয়েও আটকে রাখতে পারবেন।
৯.এতে এফটিপি আপ্লোডারও আছে।।
১০. ছবিতে থাকা বিভিন্ন ভুল জিনিস বা নয়েজ রিমুভ করতে পারবেন।
১১.এক্সপি , ভিস্তা, উইন্ডোজ সেভেন সাপোর্ট


এখানে ক্লিক করে মিডিয়াফায়ার থেকে ডাউনলোড করুন!
এখানে ক্লিক করে মিডিয়াফায়ার থেকে সিরিয়াল্টি ডাউনলোড করুন!

*রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় সিরিয়াল ফাইলের ভিতরে দেয়া আছে।