Live Cricket ( JEWEL TV)

বুধবার, ২৬ জানুয়ারী, ২০১১

ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার “Wi-Fi Password Recovary” হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক

 এগুলো প্রফেশনাল হ্যাকারদের তৈরি এবং এর কিছু কিছু খুব শক্তিশালী, এগুলো দিয়ে খুব সহজেই অন্যের পিসির বারোটা বাজানো যায়। না জেনে বেশি Experiment করতে গেলে নিজের পিসির সর্বনাশ হতে সময় লাগবে না। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি জাস্ট আপনাদের জানার জন্য যাতে আপনারা এসব থেকে নিজেকে রক্ষা করতে পারেন।

hacking ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes

“দয়া করে কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহার করবেন না”

আজ আমি আপনাদের সাথে যে সফটওয়্যারটি শেয়ার করবো তার নাম “Wify Password Recovary”। চলুন প্রথমে জানি,

ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে

hotspot ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes

WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:

একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN) বলে।
WLAN DLINK ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে পারবে।
41408898 wi fi inf416 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকে Hot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।

difference between 3g mobile broadband and wifi wireless network ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes

মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট:

মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।

pic wireless card ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes

ওয়াইফাই কনফিগারেশন

ইদানিং নতুন মডেলের অনেক ল্যাপটপে ওয়াইফাই কার্ড আগে থেকেই ইনস্টল করা থাকে। আর না থাকলে আলাদা ওয়াইফাই এডাপটার/কার্ড কিনতে পাওয়া যায়। কার্ডের সাথে ইনস্টল-কনফিগারেশনের নিয়ম লেখা থাকে। এটা তেমন কঠিন নয়, এডাপটার/কার্ড সংযুক্ত করে কমপিউটার অন করলে অটো-ডিটেক্ট হয়ে কনফিগারেশন উইনডোজ চলে আসে।

“তথ্য এবং চিত্র সংগ্রেহিত”

stock vector wifi zone 20142802 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes

ওয়াইফাই জোন

842710939 d8f092ed9f ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
কিছু ওয়াইফাই নেটওয়ার্ক জোন থাকে ফ্রি।
b2dc654ab045ab64426367733cf8 grande ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কোন ওয়াইফাই সেবা দেওয়া হয় তবে সেই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে যাতে ক্লায়েন্ট ছাড়া কেউ ইউজ না করতে পারে। শুধু মাত্র ক্লায়েন্ট তার পাসওয়ার্ড দ্বারা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার যার মাধ্যমে দুনিয়ার তাবৎ পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্কের, পাসওয়ার্ড ক্র্যাক করতে পারবেন এবং বিনা মুল্যে পুরো সুবিধা উপভোগ করতে পারবেন।  কথা না বাড়িয়ে চলে যাই সচিত্র বর্ননায়।

এটি নিয়ে কাজ করার আগে সবার প্রথমে আপনার পিসির এন্টিভাইরাসের প্রোটেকশন পজ বা টোটালি অফ করুন।

এন্টিভাইরাসের প্রোটেকশন পজ বা টোটালি অফ করার কথা বলা হয়েছে এই কারনে, কারন এন্টিভাইরাস এটিকে হারমফুল সফটওয়্যার হিসাবে ডিটেক্ট করবে এবং আপনাকে কাজ করতে দিবেনা।
তারপর ডাউনলোড করে নিন “Wifi Password Recovary” সফটওয়্যারটি।
Copy of infffdex3 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
sshot 22 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
sshot 21 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
সফটওয়্যারটির বাজার মুল্য  1099$ মানে বাংলাদেশি টাকায় প্রায় ৭৭০০০ টাকা!!  আর আমি এটি আপনাদের সাথে শেয়ার করছি বিনামুল্যে।
sshot 1 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১. প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করান। প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করুন।
sshot 2 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
২. “Rules” Tab এ যান এবং “Enable advanced rules” এ টিক দিন।
sshot 3 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৩. “Formula” বক্সে নিচের কোডটি পেস্ট করুন, “tods=1 and dmac=FF:FF:FF:FF:FF:FF” (চিত্রের মত) এবং “Name” বক্সে টাইপ করুন “a” (চিত্রের মত)। তারপর “Add/Edit” ক্লিক করুন।
sshot 4 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৪. উপরের মত উইন্ডো আসবে। চিত্রের মত “a” তে টিক দিন।
sshot 5 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৫. এবার “Settings” এ গিয়ে “option” ক্লিক করুন।
sshot 6 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৬. “Memory Usages” Tab এ যান এবং হুবহু চিত্রের মত করে সেটিং করে Ok করুন। (যদি রিস্টার্ট চায়,  রিস্টার্ট করুন)
sshot 7 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৭. ডান দিকে উপরে তিনটি ফানেল দেখা যাচ্ছে, D লেখা প্রথম ফানেলটি চেক করে বাকি দুটি আনচেক করুন।
sshot 10 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৮. তারপর Search বাটনটি ক্লিক করুন এবং যে নেটওয়ার্ক টি ক্র্যাক করতে চান তা খুজে বের করুন।
untitled ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
৯. তারপর তা “Channels” Tab এ ড্র্যাগ করে সিলেক্ট করুন এবং চিত্রানুযায়ী  Capture বাটন ক্লিক করুন।
১০. এখন অন্য যে এডাপ্টার যেটি কোন কিছু Capture করছে না সেটি দিয়ে পাসওয়ার্ড প্রোটেক্টেড নেটওয়ার্কে কানেক্ট করুন, যখন পাসওয়ার্ড চাইবে তখন আপনার ইচ্ছামত কিছু যেমন 123456 দিয়ে দিন।
১১. তখন এই মেসেজ দেখাবে “Connected with limited connectivity” ( আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন  নেই বিধায় স্ক্রীনশট দেখাতে পারলাম না)
hh ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১২. পুনরায় মেইন মেনুতে যান এবং “Packets” Tab এ যান, সব কিছু ঠিকঠাক থাকলে,  উপরের চিত্রের মত কিছু Packet এর Couple দেখতে পারবেন।
hh1 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
sshot 12 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১৩. “ARP REQ” নামের Packet এ রাইট ক্লিক করুন তারপর “Send Packet(s)” এ গিয়ে Selected ক্লিক করুন।
sshot 13 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১৪. উপরের মত একটি মেনু আসবে।
sshot 14 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১৫. এখন চিত্রের মত Value গুলি চেঞ্জ করুন। তারপর “Send” বাটন ক্লিক করুন।
sshot 15 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১৬. পুনরায় মেইন মেনুর “Rules” Tab এ যান এবং আপনার তৈরিকৃত Rule টি আনচেক করুন।
sshot 16 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
১৭. প্রথম ২০০০০ Packet সিলেক্ট করুন এবং Save করুন। অবশ্যই মনে রাখবেন যে কথায় এটি সেভ করেছেন। “Save as” করার সময় “ncf” ফাইলের পরিবর্তে “dump cap” ফাইল হিসাবে সেভ করুন। ( আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন  নেই বিধায় ২০০০০ Packet এর লিস্ট দেখাতে পারলাম না)
১৮. এখান থেকে Aircrack-NG জিপ ফোল্ডারটি নামিয়ে নিন। এবং Extract করুন।
১৯. bin ফোল্ডারে যান এবং aircrack-ng-GUI.exe ফাইলটি চালু করুন। তারপর যে Packet গুলো সেভ করেছিলেন সেগুলো ওপেন করে সিলেক্ট করুন এবং launch বাটন ক্লিক করুন।
২০. একটি IV এর লিস্ট দেখতে পাবেন তারপর যে নেটওয়ার্ক ক্র্যাক করতে চান সেটি সিলেক্ট করুন।
২১. Connected ক্লিক করুন, যাদুর মত connected হয়ে যাবেন আপনার কাংখিত নেটওয়ার্কে।

**আমার পিসিতে ওয়াইফাই কার্ড এবং আমার এলাকায় ওয়াইফাই জোন  নেই বিধায় কিছু স্ক্রীনশট দেখাতে পারলাম না।

এটির সাহায্যে আর যেসব কাজ করতে পারবেন…………………………
sshot 17 ডাউনলোড করুন কিছু অসাধারন প্রোফেশনাল এবং অত্যান্ত শক্তিশালী হ্যাকিং সফটওয়্যার (বাংলা টিউটোরিয়াল সহ), আজকের সফটওয়্যার Wi Fi Password Recovary হ্যাক করুন বিশ্বের যে কোন পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়াইফাই নেটওয়ার্ক। [Part 2] | Techtunes
এটির সাথে যে স্ক্রীনশটহীন ইংলিশ টিউটোরিয়াল ছিল এই হল তার মোটামুটি স্ক্রীনশট সহ বাংলা টিউটোরিয়াল। ইংলিশ টিউটোরিয়াল সাথে দেওয়া আছে, কোন সমস্যা হলে দেখে নিতে পারেন। এছাড়া হেল্প মেনুতে আরো ডিটেইল দেওয়া আছে।

এখানে একটা কথা বলতে চাই যে “চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা”

তাই সাবধানে ইউজ করুন। আর ভুলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনী বা এ টাইপের কোন নেটওয়ার্ক ক্র্যাক করবেন না। ধরা খাইলে কিন্তু আমি দায়ি থাকবো না।

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০১১

দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স।

Bluetooth দ্বারা দুটি কম্পিউটারের মধ্যে সহযেই Data Transfer করা যায়।
দুধরনের Bluetooth পাওয়া যায়।
1.     একটা হচ্ছে Plug and Play Bluetooth  এগুলোর জন্য কোন Software লাগে না ব্যবহার ও সহজ। দাম ও কম।১৫০-১৮০ টাকা।
2.     আরেকটার জন্য Driver বা Software লাগে। এগুলোর সাথে দেওয়া Software  দিয়ে ই Data Transfer করা যায়। তবে এগুলোর দাম একটু বেশি। ১৮০-২৫০ টাকা।
আমি Plug and Play Bluetooth   দ্বারা Data Transfer পদ্ধতি নিয়ে বলবো।
প্রথমে যে দুটি  কম্পিউটারের মধ্যে Data Transfer করবেন তাদের মধ্যে দুটি Bluetooth ডিভাইস যুক্ত করুন। System tray তে Bluetooth দেখতে পাবেন।
এবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Open Bluetooth Settings নির্বাচন করুন।
Step1 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
যদি System tray তে Bluetooth আইকন না দেখতে পান তাহলে
Start > Control Panel > Network and Internet Connection > Bluetooth Device open করুন। উভয় ক্ষেত্রে ই নিচের মত দেখতে পাবেন।
Device দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে Option নির্বাচন করুন।
TUrn Discovery on দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এবং Turn Discovery on এর পাশে টিক দিন। Ok করুন। যদি Turn Discovery on না করে থাকেন তাহলে সার্চ করে পাবেন না এ কম্পিউটার টি।
বিদ্রঃ ব্যবহার শেষ হলে এটি আবার আন চেক করে রাখবেন। তা না হলে ভাইরাস বা অন্য ম্যালওয়ার আক্রমন করবে আপনার কম্পিউটারকে।
এবার আবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Receive a File নির্বাচন করুন।
Rrcive দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখন অন্য কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করে Send To তে ক্লিক করুন।
Send দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
send to দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে ব্রাউজে ক্লিক করে Bluetooth Device Search করুন। তাহলে আপনার অন্য কম্পিউটার বা ডিভাইস টি পাবে। এবং Next এ ক্লিক করুন। তা হলে ফাইলটি Send হবে।  তার পর Finish এ ক্লিক করুন।
বিদ্রঃ Plug and Play Bluetooth   দ্বারা  একসাথে একটি  মাত্র ফাইল পাঠাতে পারবেন। আর কোন ফোল্ডার পাঠাতে পারবেন না। এটাই Plug and Play Bluetooth    এর প্রধান সমস্যা।
তবে Software যুক্ত গুলোর মধ্যে একাধিক ফাইল পাঠাতে পারবেন এমনকি ফোল্ডার ও। তবে এটি ব্যবহার করতে  Software বা Driver লাগে এটাই প্রধান সমস্যা।
আপনি যদি মোবাইল বা অন্য কোন ডিভাইস দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার চান তাহলে এ Plug and Play Bluetooth   দ্বারা  সহাজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোন সফটোয়ার লাগবে না।
তার আগে আপনাকে আপনার মোবাইল বা ডিভাইস টি Add করে নিতে হবে। তার জন্য Open Bluetooth Settings ওপেন করুন( আগেই দেখানো হয়েছে)। নিচের মত দেখতে পাবেন।
Device1 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে Add সিলেক্ট করুন। তাহলে আরেকটি উইন্ডো ওপেন হবে।
d2 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
My Device is set up and ready to be found এ ক্লিক করে চেক করুন। তার পর নেক্সট দিন।
screenshot3 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
নতুন Device খুজতেছে।
screenshot4 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
Device পেলে তা সিলেক্ট করে নেক্সট দিন।
screenshot6 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখানে নেক্সট করুন। একটি পাস কী চাইবে। তা দিয়ে ওকে করুন।
screenshot7 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এবার আপনার Device টি ইন্সটল হবে। ফিনিশ করুন।
এবার আবার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Join a Personal Area  Network নির্বাচন করুন।
ff দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখন দেখবেন আপনার কম্পিউটার ইন্টারনেক কানেকটেড হয়ে গেছে( যদি মোবাইলে নেট প্যকেজ থাকে)। এবার মনের আনন্দে ব্রাউজ করুন।
ধন্যবাদ সবাইকে।

ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে। ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি। ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়। আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument। মাত্র ৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি আমাদের মতো সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।

যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ

  1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই। icon wink ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes
  2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
  3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
  4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন। icon razz ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes
  5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
  6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।

ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।

আগে

CopyOf glamskin m ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

পরে

CopyOf glamskin m aft ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।

আগে

les inpainting bfr ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

কাজ চলছে….

les inpainting msk ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

পরে

les inpainting aft ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।

আগে

magicalsnap201011121218 ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

পরে

magicalsnap201011121220 ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।

whead ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes
whead aft ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes
ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।
screen big 26 ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes
বিস্তারিত দেখুন এখানে
photoinstrument logo ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!  | Techtunes

ডাউনলোড লিঙ্কঃ

PhotoInstrument 4.2 Build 430
ফুল ভার্শন করতে সিরিয়াল কী ডাউনলোড করুন এখানে।

যাদের সিরিয়াল কী দিয়ে ফুল ভার্শন করতে সমস্যা হচ্ছে তাদের বলছি এখান থেকে ক্র্যাক ফাইলটি ডাউনলোড করুন। তারপর ফাইলটি আনজিপ করুন।এখন ক্র্যাক ফাইলটি ইন্সটল করা ফোল্ডার অর্থাৎ C:\Program Files\PhotoInstrument এখানে কপি পেস্ট করুন। ব্যস হয়ে গেল।
আশা করি আপনাদের কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে

কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে

আশা করি সবাই ভাল আছেন। আজ কিছু ছোট খাট কিন্তু কাজের এবং কিছু মজার ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এগুলো হয়ত কেউ কেউ আগেই জানবেন। কাজেই কোন ভুল হলে তারা শুধরে দিবেন দয়া করে।

আপনার windows xp startup ও shutdown এর সাউন্ড পাল্টানোর উপায়ঃ

প্রথমেই এই কাজের limitations গুলি বলে দেই
আপনি একটি সাউন্ড পছন্দ করলেন startup বা shutdown এর জন্যে-
১) আপনার পছন্দের সাউন্ড টি অবশ্যই .WAV format এর হতে হবে। আপনি চাইলে অন্য format থেকে .WAV এ কনভার্ট করে নিন কোন কনভার্টার ব্যবহার করে।
২) আপনার পছন্দের সাউন্ড টি সর্বোচ্চ 1 mb এর মদ্ধে হলে ভাল হয়। নাহলে আপনার windows স্টার্ট নিতে বেসি সময় লাগবে।
এবার আপনার পছন্দের .WAV ফাইল দুইটি  “Windows XP Startup” এবং “Windows XP Shutdown” নামে নামকরন করুন।
এখন যেই ড্রাইভ এ xp install করা আছে সেখানে গিয়ে windows>>media>> তে গিয়ে দেখবেন ঐ নামে দুইটি ফাইল পাবেন। ফাইল দুইটি রিপ্লেস করে দিন। ব্যস এবার আসল চমকের অপেক্ষা।
আপনারা চাইলে একই উপায়ে vista বা 7 এর ও সাউন্ড পালটে দিতে পারবেন।

আর কেউ যদি চান 7 এর windows startup ও shutdown সাউন্ড এক্সপি তে ব্যবহার করতে তাউ পারেন। শুধু এখান থেকে .rar file টি নামিয়ে আনজিপ করুন। Windows XP Startup ও Windows XP Shutdown নামে দুইটি ফাইল পাবেন। ওগুলো আগের উপায়ে  paste করে দিন।

আর একটা কথা আপনি যদি multiple OS ব্যবহার করেন তবে এক অপারেটিং সিস্টেম এ থাকা কালীন অন্য অপারেটিং সিস্টেম এর media ফোল্ডার এ copy-paste করতে পারবেন না। যেই অপারেটিং সিস্টেম এর সাউন্ড পাল্টাতে চান আপনাকে copy-paste এর জন্য অবশ্যই ওই অপারেটিং সিস্টেম টি active থাকতে হবে।

তৈরি করুন নামহীন ফাইল বা ফোল্ডারঃ

এটা করার জন্য আপনাকে প্রথমেই কোন ফাইল বা ফোল্ডার খুলতে হবে। এবার নাম লিখার সময় ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। দেখবেন নামহিন ফাইল বা ফোল্ডার খুলে গেছে। (খেয়াল রাখবেন অবশ্যই numpad মানে কীবোর্ড এর ডানদিকের নাম্বার চেপে লিখতে হবে ওপরের গুলো দিয়ে না।)
883f34d46e1bc8c55548eb5ec9684da2d0c20e277a8e631711dd2fdda32b406f4g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
এবার মনে করেন একই জায়গায় আরেকটি নামহীন ফাইল বা ফোল্ডার খুলবেন তবে কি করবেন?? প্রথমে ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। ALT বাটন টি ছেড়ে দিন। আবার ALT বাটন টি হোল্ড করে numpad থেকে 0160 লিখুন। আরেকটা খুলতে চাইলে সেম কাজ তিন বার করবেন…এভাবে যতবার খুসি যতগুলি নামহীন ফাইল বা ফোল্ডার চান আপনি খুলতে পারবেন। অন্য কোথাউ করতে হলে এটা দুইবার করার দরকার হবে না।

মাউস পয়েন্টার কে নিয়ন্ত্রণ করুন কীবোর্ড এর সাহাজ্যেঃ

আপনাদের যাদের মাউস নস্ট হয়ে গেছে দেখে কীবোর্ড দিয়ে ব্যবহার করতে হচ্ছে কম্পিউটার…এখন কিনতে পারছেন না মাউস আর কীবোর্ড ও শর্টকাট ব্যবহার করতে করতে বিরক্ত লাগছে তাদের বলছি আপনারা চাইলে কীবোর্ড দিয়েই কন্ট্রোল করতে পারবেন আপনার মাউস পয়েন্টার।আমি নিজে কয়েকদিন কাটিয়েছি ভিসন ঝামেলায়…বিশেষ করে কোন application ব্যবহার করা তো অসহনিয় হয়ে ওঠে।
আসুন কিভাবে কি করতে হবে জানা যাক। প্রথমে left ALT+left SHIFT+NUM Lock চাপুন। যে কোন windows version এই নিচের মত কোন মেসেজ আসবে। তখন “go to the ease of access center to disable the keyboard shortcut” এ ক্লিক করুন।
b084d18c7c42233a03efe7a6925311dbea844d6d4c6c184fbe0dc611f47765d54g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
তারপর  সবচে ভাল সার্ভিস পেতে নিচের ছবির মত করে সব ঠিক করে নিন।
ad2e4c53dfc8079f61a4cb24632d1510a7a457b260c05a1cd815e59d327214734g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
ব্যস কাজ শেষ। এবার NUM Lock on করলে মাউস কি ব্যবহার করতে পারবেন। আর NUM Lock off করলে মাউস কী ডিজেবল হয়ে যাবে। নিচের আইকন টি ক্রস দেওয়া থাকবে যদি মাউস কী ডিসেবল থাকে।
b5d2dc1506c057ba9d90c69d8a073ce236d029f3b9652888b9aafae80f05d4804g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
মাউস কী গুলি হচ্ছে-
১) 1,2,3,4,6,7,8,9 বাটন গুলি হচ্ছে মাউস পয়েন্টার মুভ করানোর জন্য।
২) 5  লেফট ক্লিক এর কাজ করবে আর “+” করবে ডাবল ক্লিক এর কাজ।
৩) right CTRL এর বামের বাটন টি রাইট ক্লিক হিসেবে কাজ করবে।

ইমেজ থেকে টেক্সট এক্সট্রাক্ট করুন Free- OCR এর সাহাজ্যে

OCR মানে হচ্ছে Optical Character Recognition।  এটি মূলত কোন ইমেজ থেকে টেক্সট বা বিভিন্ন ক্যারেক্টার identify ও আলাদা করার কাজে ব্যবহার করা হয়।
Free- OCR একটি সাইট যা আপনাকে খুব সহজে ফ্রী ইমেজ থেকে ক্যারেক্টার এক্সট্রাক্ট করে দিবে। এই সুবিধা নেবার জন্যে প্রথমেই আপনাকে এই সাইট(http://www.free-ocr.com/) টি তে যেতে হবে। তারপর আপনি যেই ইমেজ টি থেকে এক্সট্রাক্ট করতে চান তা ওখানে আপলোড করে দিন। টেক্সটটি কোন ভাষায় আছে তা সিলেক্ট করুন।
dc704d15b8bcce5ed89809d98d2899cd4c868cea57c5ae57b6bccdc96cb81acf4g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
এবার নিচের ছবির মত দেখতে পাবেন। ৫ সেকেন্ড অপেক্ষা করুন।
a238a1bd1898eac3ff3f63c439a2cca696b99724298f78ad6508865b6a46df684g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
এবার দেখুন এভাবে টেক্সট টুকু আলাদা হয়ে যাবে।
74710e7ac42e059ff99d4d1daa6330b740c50c29db78fc29d3a45908c5a81d304g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
এখান থেকে যতটুকু দরকার আপনি নিজের পছন্দ মত এডিট করে নিন। ব্যস এভাবে যে কোন ছবি থেকে টেক্সট আলাদা করে নিতে পারবেন।

লক করা PDF file কে PDF unlocker দিয়ে আনলক করুন কোন পাসওয়ার্ড ছাড়াই

অনেক সময় নেট থেকে নামানো PDF file গুলি লক করা থাকে যেন কেউ এটা থেকে ডাটা কপি বা প্রিন্ট করতে না পারে। আপনার ওই ডাটা প্রিন্ট করাটাও দরকার। এখন কি করবেন?? প্রথমেই এখান থেকে PDF unlocker নামিয়ে নিন। ইন্সটল এর পর ডেস্কটপ এ একটা আইকন তৈরি হবে। এবার রেস্ট্রিক্টেড PDF ফাইল টি ড্র্যাগ করে এই আইকন টির ওপর এনে ছেড়ে দিন। দেখবেন PDF ফাইল টির নামেই আরেকটি ফাইল ডেস্কটপ এ তৈরি হয়েছে। মনে করুন পূর্বের ফাইল টির নাম ছিল PDF…তাহলে পরের ফাইল টির নাম হবে PDF_noPW।
3 PDFUnlocker কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
এই PDF_noPW ফাইল টি আপনি নরমাল PDF ফাইল এর মতই যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন।

windows media player এর কিছু শর্টকাট

উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট গুলি সবাই জানেন তো?? যেকোন মিডিয়া প্লেয়ার এর ই শর্টকাট গুলি জানা থাকলে ব্যবহার করা অত্যন্ত সহজ হয়। যারা জানেন না এখুনি জেনে নিন এখান থেকে-
ALT+1 – ৫০ পারসেন্ট জুম
ALT+2 – ১০০ পারসেন্ট জুম
ALT+3 – ২০০ পারসেন্ট জুম
ALT+ENTER – ফুল মোড এ ভিডিও ডিসপ্লে
ALT+F – মিডিয়া প্লেয়ার ফাইল মেনু
ALT+T -মিডিয়া প্লেয়ার টুলস মেনু
ALT+V -মিডিয়া প্লেয়ার ভিউ মেনু
ALT+P -মিডিয়া প্লেয়ার প্লে মেনু
ALT+F4 -ক্লোজ মিডিয়া প্লেয়ার
CTRL+1 – মিডিয়া প্লেয়ার ফুল মোড
CTRL+2 -মিডিয়া প্লেয়ার স্কিন মোড
CTRL+B -আগের আইটেম প্লে
CTRL+F -পরের আইটেম প্লে
CTRL+E – সিডি ড্রাইভ থেকে সিডি ইজেক্ট
CTRL+P -প্লে/পজ আইটেম
CTRL+T -রিপিট আইটেম
CTRL+SHIFT+B – rewind ফাইল
CTRL+SHIFT+F – ফাস্ট ফরওয়ার্ড
CTRL+SHIFT+S -প্লে ধিরে হবে
CTRL+SHIFT+ G -প্লে ফাস্ট হবে
CTRL+SHIFT+ N নরমাল স্পিড এ প্লে হবে
F8 – ভলিউম mute
F9 – ভলিউম কমান
F10 -ভলিউম বাড়ান

একটু মজা করি!!

আমার টিউন টা কেমন লাগল?? যদি ভাল না লাগে তাহলে নিচের কোড টা কপি পেস্ট করুন আপনার firefox (অন্য ব্রাউজার এ কিন্তু হবে না!!)এর এড্রেস বারে।
chrome://global/content/alerts/alert.xul
এবার Enter চাপুন।  টিউন ভালো লাগলে দরকার নেই!! icon biggrin কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes

ফ্রিলেন্সিং দিয়ে আয় শুরু করুন; আমি গত মাসে পেলাম প্রায় ১৬০ ডলার; আপনিও ফ্রিলেন্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন।

আপনার সপ্নের ভবিষ্যতকে সত্যি করতে পারে একমাত্র ফ্রিলেন্সিং। বাংলাদেশের হাজার হাজার মানুষ এখন ফ্রিলেন্সিং দিয়ে নিজেদের জীবনে নিয়ে এসেছে স্বচ্ছলতা। আমিও চাকুরীর পাশাপাশি ফ্রিলেন্সিং দিয়ে নিজের অনেক স্বাদ পূরণ করতে পারছি। আল্লাহ্ যদি সহায়ক হন ভবিষ্যতে এটাতেই পুরোপুরি যোগ দিব বলে ঠিক করেছি। আজকে আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা ভাগ করতে যাচ্ছি। একজন ফ্রিলেন্সার হিসেবে আপনি যে কোন কাজই এখানে করতে পারবেন। প্রোগামিং, ওয়েব ডিজাইনিং/প্রোগামিং, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক ডিজাইন, থ্রিডি এনিমিশন, অডিও/ভিডিও এ্যাডিটিং, ডাউনলোডিং, আর্টিকেল রাইটিং, এমএস ওয়ার্ড/এক্সেল/এক্সেস/পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রি বা সাধারণ কপি পেষ্ট বা দেখে দেখে কিছু লেখা ছাড়াও আরো অনেক কাজ থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের কাজটি। আমাদের জেনে অবশ্যই ভাল লাগবে যে, আমাদের দেশ এখন ফ্রিলেন্সিং বা ডাটা আউটসোর্সিং-এ ৮ম স্থানে অবস্থান করছে। আসুন তাহলে দেখি কোথায়, কিভাবে কাজ শুরু করবেন। নীচে কাজ শুরু করা থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হলোঃ
প্রথমেই  এই লিংকটি ক্লিক করে ফ্রিল্যাংসিং সাইটটি খুলুন। এবার নির্দেশ গুলো ক্রমানুসারে অনুসরণ করুনঃ
১। ফ্রিল্যাংসিং সাইটটির উপরে ডান দিকে Register লেখাটিতে ক্লিক করুন।
২। User name এর জায়গায় আপনার ইউজার নেমটি লিখুন। (যেমনঃ rahim786)।
৩। Email Address এর জায়গার আপনার ইমেইল Address টি লিখুন।
৪। Password এর জায়গায় আপনার Password টি লিখুন (যেমনঃ
rahim2011),
Repeat Password এর জায়গায় আবার একই Password লিখুন।
৫। Full Name, Phone, Address, Country, State এর জায়গায় যথাসম্ভব চেষ্টা করুন আপনার National ID Card, Driving License, Passport দেখে দেখে লেখার জন্য; কারণ অনেক সময় আপনার একাউন্টি বিশেষভাবে ভেরিফাই করার জন্য তারা কপিটি চায়, না থাকলেও সমস্যা নেই, কারণ আমি এগুলো ছাড়াই আল্লাহার হুকুমে টাকা উঠাতে পেরেছি। কদাচিত বা আপনি যদি তাদের সাইটের মাধ্যমে কাউকে আপনার Email Address দিয়ে সরাসরি কাজ করতে চান, তখন তারা আপনার একাউন্টি ব্লক করে দিবে এবং উপরোক্ত কাগজ পত্র চাইবে। তাই কোনরুপ অসাধুপায় অবলম্বন না করাটাই ভাল।
৬। Currency এর জায়গায় USD রেখে, Time Zone এর জায়গায়
Asia/Dhaka করে দিন।
৭। Looking to both hire and work এই লেখা বক্সের পাশে টিক চিহ্ন দিন। এর অর্থ হলো আপনি কাজ করতেও চান এবং আপনার কাজ গুলো অন্য কারো দিয়ে করাতেও চান। আপনি যখন একটু Expert হয়ে যাবেন। তখন আপনার কাজ অন্যদের দিয়ে করিয়ে বেশি আয় করতে পারবেন।
৮। এবার নীচের ৩টি বক্সে টিক চিহ্ন দিন। তার পরের দুই ঘর পূরণ করার দরকার নেই। ৪র্থ বক্সটি গোল্ড মেম্বার হওয়ার জন্য। এটাও খালি রেখে Submit লেখা বাটনের উপর ক্লিক করুন।
৯। Submit করার পর তারা আপনাকে একটি মেইল পাঠাবে। এবার আপনার ইমেইল চেক করে তাদের নির্দেশ অনুযায়ী আপনার একাউন্টি ভেরিফাই করে নিন।
আপনার একাউন্টি এখন ভেরিফাই হয়ে গেছে। এবার আপনি নীচের পদ্ধতি গুলো অনুসরন করে আপনার অনলাই আয় শুরু করুন।
১। এবার My Profile এ গিয়ে My Qualification এ ক্লিক করুন। এখান দিয়ে বেছে নিন যে ২৫ ধরণের কাজ আপনি করতে চান। তার পর নীচে দেয়া Profile গুলো  Copy করে Other Skills, Vision, Keywords, Your Profile লেখা ঘর গুলিতে বসিয়ে দিন।
Other Skills: Graphics, Photoshop,Webdesign, Illustrator Writing, Editing, Copywriting, Ms Office, eBooks Reviews, Advertising, Data entry Marketing, Accounting, Craigslist.
Vision: To become a successful professional in the field of Information Technology and to work in an innovative and competitive world. To provide the best solution and support to the clients and to become best service provider company.
Keywords: Graphics, Photoshop,Web-design,Writing, Editing, Copy writing, Ms Office, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting, All offline and online work. photoshop art Masking Vector Art, Logo, Web, Brochure, Stationery, e-Covers, Posters, Flyer, Corporate identity, Packaging Flyer Design illustrations Corporate ID Designing Icons Brochures Designing banners, Data Entry.
Your Profile: Good command in Graphics, Photoshop, Web-design,Writing, Editing, Copy-writing, Ms Office, Article Writing, Reviews, Advertising, marketing, Accounting, Craigslist and other posting.
Ability to provide services to the customers to meet their needs.
Ability to work independently as well as a team member.
Ability to work under pressure.
Dependable, Highly-Organized, Self-Motivated, and Responsible.
» The name of quality.
» You will get the best works from us.
» We are highly skilled (designers) who can provide Best of
the Best.
I consider myself to have a very strong grip in the field of Computer Science and Applications aspects with good knowledge of networking. I am very confident of my ability to work in a team. I would be grateful to work with your organization and serve well. We are team of professionals expertise in graphics designing and expert in logo designing, using Photoshop, Illustrator, Free Hand, Coral Draw, Flash MX we are highly experience in logo designing and web design project.
I hereby declare that the information furnished above is true to the best of my knowledge.
২। এবার Save করে বেরিয়ে পড়ুন।
৩। এবার Browse Jobs এ ক্লিক করে আপনি যে ধরণের কাজ করবেন তাতে ক্লিক করুন। য়েমন ধরেন আপনি যদি Article Rewriting এর কাজ করতে চান, তবে তাতে ক্লিক করুন।
৪। এবার আপনার পছন্দের কাজটির উপর মাউস রাখলে আপনি কাজের বিবরণ দেখতে পারবেন। প্রথম অবস্থায় Trial লেখা কাজ গুলো Bid করার চেষ্টা করবেন। তারপর আপনার পছন্দের কাজের উপর ক্লিক করুন।
৫। এবার Bid on this project লেখার উপর ক্লিক করুন।
৬। এবার Bid On Project Form টি পূরণ করুন। আপনাকে চেষ্টা করতে হবে কম বিড করে কাজ টি নেয়ার, তাই USD লেখা ঘরে আপনি কত কম ডলারে সম্পূর্ণ কাজটি করে দিবেন তার ডলার অংকটি বসান।
৭। এবার কত দিনে করবেন ও কত ডলার অগ্রিম হিসেবে আপনি নিবেন তা বসান। অগ্রিমের ক্ষেত্রে অনেকে উল্লেখ করে দেয় যে, কোন অগ্রিম দেয়া হবে না, সেই ক্ষেত্রে বায়ারের বা যে কাজ দিচ্ছে তার ফিডব্যাক স্কোর বা সে আগে কাজ করিয়েছে কিনা তা দেখে নিবেন। যারা অল্প কাজ করতে করতে টাকা পেমেন্ট করে তাদের কাজ বা যারা নিয়িমত কাজ করাচ্ছে তাদের কাজ করা ভাল। তাছাড়া একটু ঝুঁকি নেয়া যেতে পারে।
৮। Make your bid highlighted এ বক্সটিতে টিক দেয়ার প্রয়োজন নেই।
৯। Provide the details of your bid এ ঘরটিতে যা লেখা হয় তা সবাই দেখতে পায়, তাই এখানে শুধু লিখুন “Hello Sir, Please see pm,Thanks” pm (private message)।
১০। তার পরের বক্স দুটিতে টিক করুন। দ্বিতীয় বক্সে টিক করলে লেখার জন্য যে জায়গাটি আসবে তা শুধু বায়ার বা যার জন্য কাজ করবেন সে দেখতে পারবে। এখানে আপনি আপনার অভিজ্ঞতার কথা ও কাজ পাওয়ার জন্য যা যা লেখা প্রয়োজন তা লিখুন।যেমনঃ
Bid Letter Example
—————————————————————
Hello Sir,
I am an English graduate (4 years) and able to write good article of any subject, which definitely passes copy escape.
I am attaching one of my samples here.
Waiting to start the project.
Thanks from,
Mr.B
—————————————————————
বিঃদ্রঃ যে কাজটি করবেন, তার একটি Sample (আপনার নিজের বা নেট থেকে নামানো) Browse করে Attach করে দিলে, কাজ পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়।
১১। তারপর Place Bid এ ক্লিক করুন। এখানেই আপনার বিড করা শেষ। বিড অর্থই হলো আপনি কত কমে বা বেশীতে কাজটি করবেন। তবে এ ক্ষেত্রে সবাই কমই বিড করে।
১২। আপনি কাজটি পেলে বা বায়ার আপনাকে পছন্দ করলে তা আপনার Email Address, উপরে অবস্থিত Inbox অথবা সবচেয়ে ভাল হয় mouse pointer উপরে projects এর উপর নিলে দুইটি জিনিস দেখাবে, আপনি my projects এ ক্লিক করে নীচের দিকে চলে যাবেন। সেখানেই আপনার জন্য mail আসবে। আপনি mail পেলে সে অনুযায়ী seller/buyer কে উত্তর ও ধন্যবাদ দিয়ে কাজটি শুরু  করবেন।
এবার আসি Payment এর ব্যাপারে। Payment বায়ার এই ফ্রিলেন্সিং কোম্পানিতে অথবা বায়ার সরাসরি কোন অনলাইন ব্যাংকে প্রদান করতে পারে। ভাল হয় কোম্পানীতে নিয়ে, আপনি পরে আপনার অনলাইন ব্যাংকে তা ট্রান্সফার করে নিলেন। কোম্পানী থেকে আপনার অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করলে প্রথম বার ১৫ দিন সময় নিবে। তারপর কয়েকদিনেই আসবে। তারপর অনলাইন ব্যাংক থেকে আপনার দেশের ব্যাংকে ট্রান্সফার করে আনতে মাত্র ৭২ ঘন্টা লাগবে। এক্ষেত্রে এই ফ্রিলেন্সিং কোম্পানি যে অনলাইন ব্যাংককে সাপোর্ট করে সেখানে সাইনআপ করতে হলে এখানে ক্লিক করুন । আপনি সাইনআপ করার পরে আপনার একাউনেট প্রবেশ করলে দেখবেন Address এর পাশে লেখা আছে Verify। সেখানে ক্লিক করে আপনার বর্তমান বা যে Address এ আপনাকে তারা ডাকযোগে কোডসহ চিঠি পাঠালে আপনি তা পেতে পারেন সেইটি দিন। চিঠি পেলে সে অনুযায়ী কোডটি পূরণ করলে আপনার Address/একাউন্ট ভেরিফাই হয়ে যাবে। একাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার দেশের যে ব্যাংক একাউন্টে টাকা তুলবেন; সে ব্যাংকে গিয়ে SWIFT কোড চাইলেই তারা দিয়ে দিবে। এবার সেই কোডটি আপনার অনলাইন ব্যাংকের Withdraw তে গিয়ে ব্যাংক একাউন্ট নাম্বর ও কোডটি লিখে OK করলেই save হয়ে যাবে। এবার আপনি ফ্রিলেন্সিং সাইটটি দিয়ে Payments অপশানে গিয়ে Withdraw funds এ ক্লিক করে সেই অনলাইন ব্যাংকে ক্লিক করে আপনার Dollar Amount টি উল্লেখ করে অনলাইন ব্যাংটির Email Address দিয়ে দিলে ডলার গুলো প্রথমবার ১৫ দিনে তার পর ১/২ দিনেই আপনার অনলাইন ব্যাংকে এসে যাবে। তারপর, সেখান থেকে Withdraw তে ক্লিক করে ডলারের এমাউন্ট দিয়ে OK করলে আপনার জন্ম তারিখ চাইবে সেটা দিয়ে OK করলে ৭২ ঘন্টার মধ্যে আপনার দেশের ব্যাংকে Dollar/টাকা এসে যাবে।
আমার Payment Proof দেখতে এখানে ক্লিক করুন

মূল লেখা 

magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দু’ই মেরুর দুই বাসিন্দাদের জন্য।

সবাইকে সালাম ও শুভেচ্ছা।আশা করছি ভালো আছেন।বেশ কয়েকটি DJ সফটওয়্যার আছে আমার সংগ্রহে।তাই একটু সন্দেহে ছিলাম কোনটা ছেড়ে কোনটা দেবো।অবশেষে বেছে বেছে MAGIX DIJITAL DJ টাকেই আমার কাছে শ্রেষ্ঠ মনে হলো তাই শেয়ার করলাম।আমি দীর্ঘদিন থেকে অন্য একটি জার্মানীর তৈরী DJ সফটওয়্যার একটিভ করার চেষ্টা করছি কিন্তু সফল হচ্ছি না।এর সাইজও প্রমান স্বরুপ প্রায় ১.৭ গিগাবাইট। কিন্তু হলে কি হবে এর গুনের কথা বলে শেষ করা যাবে না।যারা DJ কর্মী তারা এটি পেলে অনেক কাজে লাগাতে পারতেন।যাইহোক এই MAGIX DIJITAL DJ দেয়ার আর একটি কারন হলো আমার আগামী টিউনটি হবে এই MAGIX কোম্পানীর ২/৩ টি সফটওয়্যার নিয়ে।যার একটি ইতিমধ্যে এক্টিভ করতে পেরেছি এবং বাকি গুলোও পারবো ইনশাআল্লাহ।এবার কাজের কথায় আসি।
8398336photo 800 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes

MAGIX DIGITAL DJ

আমি কোন DJ নই তাই এব্যাপারে বিস্তারীত লেখা আমার কম্ম নয়।তবু যতটুকু পারি বোঝাতে চেষ্টা করছি।এর ব্যবহারকারীর কম্পিউটারটি হতে হবে
System requirements For Microsoft® Windows® XP | Vista® | 7 32-bit and 64-bit systems
* Intel® Pentium® III or AMD®, 1 GHz or higher
* DirectSound or ASIO compatible sound card
* 512 MB RAM (1 GB recommended)
* 200 MB free hard disk space
* Graphics card resolution 1024 x 768
* CD-ROM drive
আর এর মূল ফাংশন গুলো হলো
* Preview function*
* Bass fade
* 8-slot sampler
* Loop function
* and much more
আমার দৌড় এই পর্যন্তই কারন এ পর্যন্ত কপি পেষ্ট মারলাম।যারা আগ্রহী তারা বিস্তারীত ভিডিও ফুটেজ সহ জানতে নীচে ক্লিক করুন।আপনি পৌঁছে যাবেন অফিসিয়াল সাইটে।
images magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
অফিসিয়াল সাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন
যে সব মহাজনেরা সফটওয়্যারটি পছন্দ করবেন তারা নীচের অংশটুকু পড়ুন।সফটওয়্যারটির মূল সাইজ ১৩২ মেগাবাইট।বাংলাদেশের নেটের গতির কথা চিন্তা করে এবং বিদ্যুতের আসা যাওয়ার কথা চিন্তা করে এটাকে ছুরি দিয়ে দ্বিখন্ডিত করলাম যাতে মহাজনদের ডাউনলোডে সমস্যা না হয়।আসুন মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করি।
magixdigitaldj magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
পার্ট ১ (৭০ মেগাবাইট)
magixdigitaldj1 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
পার্ট ২ (৬৩ মেগাবাইট)
এবার রড/সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে ইন্সটল শুরু করুন।ইন্সটলের প্রথম পর্যায়েই আপনার কাছে নাম এবং সিরিয়াল নাম্বার চাইবে।দিয়ে দিন।
ddo magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
বাকিটুকূ আপনি নিজেই পারবেন।একটিভ করুন এবং কাজ শুরু করুন।সংগীত জগৎতো আপনার দিকেই তাকিয়ে।কিছু ছবি okhey
dd1 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
dd4 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
dd3 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
DJ কাহিনী এখানেই শেষ এবার আসুন ছবির শিল্পী তৈরী করি।শুধু DJ দিয়ে তো আর দেশ চলবে না সাথে চিত্র শিল্পীও দরকার।
——————————————————————————————————————————
———————————————————————————————-
————————————————
—————–

IMAGENOMIC

একটি ফটোশপ প্লাগইন
94b07536ad60016761e349b5ad3345f0b76c82cf magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
এর মাজেজা ফটোশপের মহাজনেরা বলতে পারবেন।আমি শুধু শেয়ার করে গেলাম।যদি কেউ MAC ব্যবহাকারী থেকে থাকেন তবে তাদের জন্য সিরিয়াল নাম্বার নোটপ্যাডে দেয়া আছে।আর WINDOWS ব্যবহারকারীরা কী’জেন ওপেন করে সিরিয়াল নাম্বার নিয়ে নিন।এবার ডাউনলোডের পালা।মাত্র ১২.৫৩ মেগাবাইটের এই প্লাগইনটি ডাউনলোড করুন মিডিয়া ফায়ার থেকে।
d6c7d47ea952t magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
ডাউনলোড (১২.৫৩ মেগাবাইট)
ইন্সটল করে উপরে বর্নিত বর্ণনা অনুযায়ী প্লাগইনটি একটিভ করুন।এবার প্লাগইনটির কিছু কার্যকর ছবি
images1 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
o76bu9 magix digital DJ এবং portraiture ফটোশপ প্লাগইন।দুই মেরুর দুই বাসিন্দাদের জন্য। | Techtunes
ফটোশপের কাহিনী এইটুকুই।এবার আসছি একটি আবেদন নিয়ে।

 টিউন টি লিখেছেন প্রবাসী