Live Cricket ( JEWEL TV)

বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০১১

দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স।

Bluetooth দ্বারা দুটি কম্পিউটারের মধ্যে সহযেই Data Transfer করা যায়।
দুধরনের Bluetooth পাওয়া যায়।
1.     একটা হচ্ছে Plug and Play Bluetooth  এগুলোর জন্য কোন Software লাগে না ব্যবহার ও সহজ। দাম ও কম।১৫০-১৮০ টাকা।
2.     আরেকটার জন্য Driver বা Software লাগে। এগুলোর সাথে দেওয়া Software  দিয়ে ই Data Transfer করা যায়। তবে এগুলোর দাম একটু বেশি। ১৮০-২৫০ টাকা।
আমি Plug and Play Bluetooth   দ্বারা Data Transfer পদ্ধতি নিয়ে বলবো।
প্রথমে যে দুটি  কম্পিউটারের মধ্যে Data Transfer করবেন তাদের মধ্যে দুটি Bluetooth ডিভাইস যুক্ত করুন। System tray তে Bluetooth দেখতে পাবেন।
এবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Open Bluetooth Settings নির্বাচন করুন।
Step1 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
যদি System tray তে Bluetooth আইকন না দেখতে পান তাহলে
Start > Control Panel > Network and Internet Connection > Bluetooth Device open করুন। উভয় ক্ষেত্রে ই নিচের মত দেখতে পাবেন।
Device দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে Option নির্বাচন করুন।
TUrn Discovery on দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এবং Turn Discovery on এর পাশে টিক দিন। Ok করুন। যদি Turn Discovery on না করে থাকেন তাহলে সার্চ করে পাবেন না এ কম্পিউটার টি।
বিদ্রঃ ব্যবহার শেষ হলে এটি আবার আন চেক করে রাখবেন। তা না হলে ভাইরাস বা অন্য ম্যালওয়ার আক্রমন করবে আপনার কম্পিউটারকে।
এবার আবার যে কম্পিউটারে Data Transfer করবেন তার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Receive a File নির্বাচন করুন।
Rrcive দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখন অন্য কম্পিউটার থেকে একটি ফাইল সিলেক্ট করে Send To তে ক্লিক করুন।
Send দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
নিচের মত একটি উইন্ডো দেখতে পাবেন।
send to দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে ব্রাউজে ক্লিক করে Bluetooth Device Search করুন। তাহলে আপনার অন্য কম্পিউটার বা ডিভাইস টি পাবে। এবং Next এ ক্লিক করুন। তা হলে ফাইলটি Send হবে।  তার পর Finish এ ক্লিক করুন।
বিদ্রঃ Plug and Play Bluetooth   দ্বারা  একসাথে একটি  মাত্র ফাইল পাঠাতে পারবেন। আর কোন ফোল্ডার পাঠাতে পারবেন না। এটাই Plug and Play Bluetooth    এর প্রধান সমস্যা।
তবে Software যুক্ত গুলোর মধ্যে একাধিক ফাইল পাঠাতে পারবেন এমনকি ফোল্ডার ও। তবে এটি ব্যবহার করতে  Software বা Driver লাগে এটাই প্রধান সমস্যা।
আপনি যদি মোবাইল বা অন্য কোন ডিভাইস দিয়ে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার চান তাহলে এ Plug and Play Bluetooth   দ্বারা  সহাজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোন সফটোয়ার লাগবে না।
তার আগে আপনাকে আপনার মোবাইল বা ডিভাইস টি Add করে নিতে হবে। তার জন্য Open Bluetooth Settings ওপেন করুন( আগেই দেখানো হয়েছে)। নিচের মত দেখতে পাবেন।
Device1 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখান থেকে Add সিলেক্ট করুন। তাহলে আরেকটি উইন্ডো ওপেন হবে।
d2 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
My Device is set up and ready to be found এ ক্লিক করে চেক করুন। তার পর নেক্সট দিন।
screenshot3 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
নতুন Device খুজতেছে।
screenshot4 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
Device পেলে তা সিলেক্ট করে নেক্সট দিন।
screenshot6 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখানে নেক্সট করুন। একটি পাস কী চাইবে। তা দিয়ে ওকে করুন।
screenshot7 দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এবার আপনার Device টি ইন্সটল হবে। ফিনিশ করুন।
এবার আবার System tray তে Bluetooth আইকনে রাইট ক্লিক করুন এখান থেকে Join a Personal Area  Network নির্বাচন করুন।
ff দুটি কম্পিউটারের মধ্যে Bluetooth দ্বারা Data Transfer পদ্ধতি + কিছু ট্রিক্স। | Techtunes
এখন দেখবেন আপনার কম্পিউটার ইন্টারনেক কানেকটেড হয়ে গেছে( যদি মোবাইলে নেট প্যকেজ থাকে)। এবার মনের আনন্দে ব্রাউজ করুন।
ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন