Live Cricket ( JEWEL TV)
মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০১০
E-mail Notification
সাধারনত আমারা মেইল করে বুঝতে পারিনা প্রাপকে পাঠানো মেইল’টি সে পেয়েছে কি/না। আপনি এখন খুব সহজেই বুঝতে পারবেন আপনার পাঠানো মেইল’টি প্রাপক পেয়েছে কি/না। এর জন্য কিছু ধাপ সম্পাদন করতে হবে। তারপর আপনার মেইলেই নটিফিকেশন পৌছে যাবে।[Image]ডাকযোগে যেমন গুরুত্বপূর্ন চিঠি হলে রেজিষ্ট্রি করে পাঠাতেন এতে করে বুঝতে পারা যেতো প্রাপক চিঠি’টি পেয়েছে কি/না মেইলের ক্ষেত্রে এই সেবা’টি অনেকটা সেরকম’ই। আর এটি পাচ্ছেন বিনামূলে সেবা’টি প্রদান করছে Spypig। এটি একটি ই-মেইল ট্রাকিং সিস্টেম, আপনার পাঠানো ই-মেইলটি প্রাপকের মেইল বক্সে পৌছার সাথে সাথে একটি notification পাবেন। প্রাপক মেইল’টি রিড করছে কি/না সেটাও জানতে পারবেন। Spypig-এর সেবা পেতে হলে যা যা করতে হবে।প্রথমে এখানে ক্লিক করুন www.spypig.com এবং আপনার মেইল এড্রেস দিন, যে মেইলে আপনি নটিফিকেশনটা পেতে চান। আপনার পাঠানো মেসেজটির প্রাপকের নাম বা মেসেজটির শিরোনাম লিখুন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন যে এই মেসেজটির নটিফিকেশন আপনি জানতে চেয়েছিলেন। উপরের যেকোন একটা Spypig tracking images সিলেক্ট করুন। আপনি কতবার নটিফিকেশন মেসেজ পেতে চান তা নির্দিষ্ট করুন। উপরের বাটনটিতে ক্লিক করে SpyPig tracking image টি চালু করুন। Right-mouse ক্লিক করে SpyPig imageটি কপি করুন এবং আপনার পাঠানো মেইলের মেসেজ বডিটে যে কোন জায়গা পেস্ট করুন। আপনার কাজ শেষ। এখন প্রাপক মেইলটি খোলা মাত্রই আপনার ই-মেইল বক্সে একটা নটিফিকেশন চলে আসবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)