Live Cricket ( JEWEL TV)

বুধবার, ২৭ এপ্রিল, ২০১১

১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম


আজকে শেয়ার করছি ভিসতা অপারেটিং সিস্টেম এর ১৩টি জ্জটিল সুপার থিম। সাথে দেখে নিন কিভাবে ভিসতায় থিম ইন্সটল করতে হবে। আসা করি ভিসতা ইউসার রা অনেক খুশি হবেন। কি হবেন না ভাই? হাহা। চলেন শুরু করি।
১। নিচে দেখুন আমি প্রতিটা থিম এর এক্সামপ্ল ছবি দিয়ে দিয়েছি যেটা ভাল লাগে ডাউনলোড করতে চান ছবির মাঝে ক্লিক করে ডাউনলোড পেজে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।
২। এখানে ক্লিক করে ভিস্তা গেজ ডাউনলোড করে নিন থিম গুলো যালানর জন্য।
৩। এখন VistaGlazz আনজিপ করুন।
2943095439 606a131b23 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
৪। প্রথমে “I agree” ক্লিক করুন এখন “Computer” icon এ ক্লিক করুন।
2943095397 5f386fc97d m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
৫। পিসি রিস্টার্ট মারেন।
৬।  এখন আপনার ডাউনলোড করা থিম গুলো কপি করেন এখানে গিয়ে পেস্ট করে দিন
C:
Resources
৭। desktop এ রাইট ক্লিক করে “Personalize” এ গিয়ে “Themes” এ যান। এখন যেই থিম একটিভ করতে চান সিলেক্ট করে “Apply” করুন। কাজ শেশ।
৮। মজা নেন মজা।
2932081926 e349a96c2e m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2932081624 8670ca623b m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2932082148 136c913dbc m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931227143 1224b48022 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2932082248 3671724d8e m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931227055 30d79201f1 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931227819 1a89928a23 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931227225 e9f20292fe m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
Elegance Theme
2931228465 4ac7bb385d m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931228523 6ecc2a6499 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931228585 f6b68255e1 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2932085182 e9f37d87d7 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
2931228661 ee842a1914 m ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
 ১৩টি vista জটিল থিম + ইন্সটল এর সিস্টেম
           জুয়েল রানা

এবার অডিও গানে আপনার ছবি ।।।


অডিও গানে খুব সহেজই আপনার ছবি যুক্ত করতে পারবেন। এতে কোন সফটওয়্যারের দরকার হবে না।
শুধুমাত্র Media Player ব্যবহার করে ছবি যুক্ত করতে পারবেন।
 এবার অডিও গানে আপনার ছবি ।।।
এটি করতে চাইলে প্রথমে আপনার পছন্দের গানটি windows media player-এ Play করুন।
আপনার Playerটি যদি Skin Mode এ থাকে তবে তা Full Mode এ নিয়ে যান (Ctrl + 1)।
 এবার অডিও গানে আপনার ছবি ।।।
এখন গানটির নামের উপর রাইট বাটন ক্লিক করে Advanced Tag Editor এ ক্লিক করুন।
 এবার অডিও গানে আপনার ছবি ।।।
এবার Picture ট্যাবে গিয়ে Add এ ক্লিক করুন।

 এবার অডিও গানে আপনার ছবি ।।।
এইবার আপনার ছবিটি (একাধিক নয় শুধু একটি) এড করে দিন।
 এবার অডিও গানে আপনার ছবি ।।।
Picture Type থেকে যে কোন একটি অপশন সিলেক্ট করে Apply তারপর Ok করে বেরিয়ে আসুন।

 এবার অডিও গানে আপনার ছবি ।।।
এইবার Media Playerটি বন্ধ করে নতুন করে আবার গানটি চালিয়ে দেখুন।

স্ক্যাইপি’র কল রেকর্ড করুন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে


ক্রিস্টাল ক্লিয়ার ভয়েস চ্যাটের জন্য স্ক্যাইপি ইতিমধ্যে তুমুল জনপ্রিয়। ক্লিয়ার ভয়েস কোয়ালিটির জন্য অনেকেই এটি ব্যাবহার করে থাকেন। এখন আপনি ইচ্ছে করলে স্ক্যাইপিতে ভয়েস চ্যাট রেকর্ড করতে পারেন একটি ফ্রিওয়্যার সফটওয়্যারের মাধ্যমে।
 স্ক্যাইপি’র কল রেকর্ড করুন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে
  • এই সফটওয়্যার দ্বারা স্ক্যাইপি টু স্ক্যাইপি, স্ক্যাইপি ইন, স্ক্যাইপি আউট, স্ক্যাইপি কনফারেন্সের ভয়েস চ্যাট রেকর্ড করে হার্ডডিস্কে জমা রাখতে পারেন। এমপিথ্রি ফরমেটে ফাইলগুলো তৈরী করতে পারবেন। দারুন এ্ই ফটওয়্যার’টি হলো iFree Skype Recorder। এর ব্যাবহার একেবারেই সহজ। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন।

১মিনিটে ১ক্লিকে windows xp জেনুইন করুন এখুনি


জেনুইন জিনিস ইউস করার মজাই আলাদা তাই না? এনিওয়েস প্যাচাল অফ করলাম। কোডিং আমি সাথে দিয়ে দিলাম নিজেই বানিয়ে নিতে পারবেন তাহলে। সবাই ভালো থাকুন।

টিউন কনফিগারেশন:-

|———————————————|
| ইউসার লেভেল – বিগিনার লেভেল
| ডিফিকাল্টি – ১০%
| এখান থেকে ডাউনলোড করুন (2mb)
|———————————————|

দেখুন কিভাবে কাজ করতে হবে

জেনুইন করুন এভাবে

ডাউনলোড করার পর আনজিপ করে নিলে ফোলডারে ৪টা ফাইল পাবেন নিচের ছবির মত। Run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন আপনার এক্সপি জেনুইন হয়ে যাবে। হিহি। (সার্ভিস প্যাক ২ তে আমি ইউস করেছি।)
0003 ১মিনিটে ১ক্লিকে Windows XP জেনুইন করুন এখুনি

জেনুইন চেক করুন এভাবে

১। এখন চেক করার জন্য MGADiag.exe এই নামের ফাইল টা ওপেন করুন
chekc ১মিনিটে ১ক্লিকে Windows XP জেনুইন করুন এখুনি
২। এখন নিচের ছবিতে মার্ক করা আছে যেখানে মানে continue লিখায় ক্লিক করুন
0001 ১মিনিটে ১ক্লিকে Windows XP জেনুইন করুন এখুনি
৩। আপনার ইনডোস জেনুইন হলো কিনা সেটা দেখুন, নিচের ছবিতে মার্ক করা আছে। জেনুইন না হলে লিখা আসবে ইনভেলিড সিরিয়াল কি। জেনুইন থাকলে লিখা থাকবে সবুজ কালারে “জেনুইন”
00021 ১মিনিটে ১ক্লিকে Windows XP জেনুইন করুন এখুনি

সিরিয়াল কি চেন্জ করুন এভাবে

১। Run.bat নামের ফাইলে রাইট ক্লিক করে ইডিটে ক্লিক করুন ওখানে যেই নাম্বারটা আছে সেটা বদল করে নিউ নাম্বার দিয়ে দিন তার পর সেভ করে Run.bat ফাইলটি আবার ডাবল ক্লিক করুন, হয়ে যাবে।চেক করতে চাইলে আগের মত চেক করে নিন।
আমি আপনাদের ১০০টি জেনুইন সিরিয়াল দিয়ে দিলাম। সার্ভিস প্যাক ২ এর জন্য। কয়েকটা কাজ না করলে পরের গুলো ট্রাই করুন।

নিজে যদি এই কোড বানাতে চান তাহলে এভাবে

১। নোটপেড ওপেন করে নিচের কোড গুলো ChangeKeyXP.vbs নামে সেভ করুন।
ON ERROR RESUME NEXT

if Wscript.arguments.count<1 then
Wscript.echo "Script can't run without VolumeProductKey argument"
Wscript.echo "Correct usage: Cscript ChangeKeyXP.vbs ABCDE-FGHIJ-KLMNO-PRSTU-WYQZX"
Wscript.quit
end if

Dim VOL_PROD_KEY
VOL_PROD_KEY = Wscript.arguments.Item(0)
VOL_PROD_KEY = Replace(VOL_PROD_KEY,"-","") 'remove hyphens if any

for each Obj in GetObject("winmgmts:{impersonationLevel=impersonate}").InstancesOf ("win32_WindowsProductActivation")

result = Obj.SetProductKey (VOL_PROD_KEY)

if err <> 0 then
WScript.Echo Err.Description, "0x" & Hex(Err.Number)
Err.Clear
end if

Next
২। এখন নিচের কোড গুলো নতুন একটা নোটপেড অপেন করে Run.bat নামে সেভ করুন
Cscript ChangeKeyXP.vbs BKQW7-3JYTB-D26TX-DHPDM-3MTKG
৩। জেনুইন করতে চাইলে run.bat নামের ফাইলে ডাবল ক্লিক করুন। জেনুইন চেক করতে ও সিরিয়াল কি চেন্জ করুন আগের মত করে।
সবাইকে আনেক ধন্যবাদ, সবাই ভালো থাকুন
■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■≡■

আসুন দেখে নেই পৃথিবীর প্রথম থ্রি ডি মোবাইল…


কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। বেশ কিছু দিন আগে আমি একটি থ্রি ডি ক্যামেরা ও পর্দা বিশিষ্ট মোবাইল ফোনের সংবাদ পাই। আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এটা এলজি এর অপ্টিমাস ৩ডি পি৯২০ মডেলের হ্যান্ডসেট। এটাই পৃথিবীর প্রথম তিন মাত্রার ছবি তুলতে ও কোন থ্রি ডি চশ্মার সাহায্য ছাড়াই তিন মাত্রার ছবি দেখাতে সক্ষম মোবাইল হ্যান্ডসেট। এই ফোন সেটের তৈরির খবর প্রকাশ করা হয় জানুয়ারী ২০১১ তে আর বাজার জাত শুরু হবে মে-জুন এর মধ্যে (এল জি-র দেওয়া খবর অনুযায়ী)। তাহলে আসুন দেখে নেই কি কি থাকছে এই হ্যান্ডসেটে।
lg optimus 3d p920 1 আসুন দেখে নেই পৃথিবীর প্রথম থ্রি ডি মোবাইল....
(১) ৪৮০*৮০০ পিক্সেলের ৪.৩ ইঞ্চির থ্রি ডি স্পর্শকাতর পর্দা। যা ১.৬ মিলিয়ন রং ফুটিয়ে তুলতে সক্ষম।
(২) ৮গিবা ইন্টারনাল মেমরি+ ৫১২ মেবা র র‍্যাম+ ৩২ গিবা মাইক্রো এস ডি সাপোর্ট।
(৩) কানেক্টিভিটিঃ  জিপিআরএস/ইডিজিই(এড্‌জ)/থ্রি জিঃ এইচ এস ডি পি এ ১৪.৪ মেগা বিট পার সেকেন্ড/এইচ এস ইউ পি এ ৫.৭৬ মেগা বিট পার সেকেন্ড/ ওয়াই ফাইঃ ৮০২.১১/বি/জি/এন, ডি এল এন এ/ওয়াই ফাই হটস্পট এবং ব্লু টুথ ভার্সন ৩.০, এ২ডিপি+ ই ডি আর সাপোর্ট/ ইউ এস বি ২.০ মাইক্রো ইউএসবি
(৪) ক্যামেরাঃ ৫ মেগা পিক্সেলx২ ক্যামেরা , লেড ফ্ল্যাশ, ২৫৬০x১৯২০ পিক্সেলের ছবি তুলতে সক্ষম, অটো-ফোকাস, এইচডি ভিডিও রেকর্ডিং ২ডি পি১০৮০ (২৪ ফ্রেম প্রতি সেকেন্ডে), ৭৪০x৪৮০ পিক্সেল প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম থ্রি ডি মোডে। + ফ্রন্ট সাইড ভিডিও কলিং ক্যামেরা।
(৫) অপারেটিং সিস্টেমঃ এ্যান্ড্রয়েড ২.২ ফ্রয়ো ২.৩ পর্যন্ত আপগ্রেড করা যাবে।
(৬) প্রসেসরঃ ডুয়াল কোর ১গিগা হার্টজ এর এ আর এম কোরটেক্স-এ৯ , পাওয়ার ভি আর এসজিএক্স৫৪০ মোবাইল গ্রাফিক্স,টি আই ওএমএপি ৪৪৩০ চিপসেট।
(৭) ম্যাসেজিং – এসএমএস, এমএমএস, ইমেইল, আই এম
(৮)  এফএম রেডিও+ জাভা ইমুলেটর+ এইচ ডি এম আই পোর্ট+জিপিএস+এইচডি ভিডিও প্লেয়ার, ইউটিউব, গুগল টক, মাল্টিফরম্যাট মিডিয়া সাপোর্ট, ফ্ল্যাশ ১০.১ ফুল সাপোর্ট এবং আরো অনেক কিছুই
ওহ আর ব্যাটারী থাকছে ১৫০০ মিলি এ্যাম্পিয়ার আওয়ারের।
এই হলো মোটামোটি এই ফোনের বিশেষত্ব। আসলে এর প্রধান আকর্ষন এর তিন মাত্রার ছবি তোলার ক্ষমতা। এখন অপেক্ষার পালা কবে আসছে তা বাজারে??? আজ এ পর্যন্তই….ভাল থাকবেন… ধন্যবাদ